প্রশ্ন: আস্কারা এর প্রাচীন নাম কি ?
উত্তরঃ অ্যাঈোলা (তুরস্ক)
প্রশ্ন: বারকিনা ফাসো এর প্রাচীন নাম কি ?
উত্তরঃ আপার ভোল্টা ।
প্রশ্ন: জিবুতি এর প্রাচীন নাম কি ? _______
আফার ও ইসা ।
প্রশ্ন: ইথিওপিয়া এর প্রাচীন নাম কি ?
উত্তরঃ আবিসিনিয়া/সোমালিল্যান্ড ।
প্রশ্ন: ভারত এর প্রাচীন নাম কি ? _______
উত্তরঃ হিন্দুস্তান ।
প্রশ্ন: কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এর প্রাচীন নাম কি ?
উত্তরঃ ইন্দোচীন ।
প্রশ্ন: সাবা এর প্রাচীন নাম কি ? _______
উত্তর বোর্নিও ।
প্রশ্ন: জাম্বিয়া এর প্রাচীন নাম কি ? _______
উত্তর রেডেশিয়া .
প্রশ্ন: টুভ্যলু এর প্রাচীন নাম কি ? _______
উত্তরঃ এলিস দীপপুঞ্জ ।
প্রশ্ন: কঙ্গো প্রজাতন্ত এর প্রাচীন নাম কি ?
উত্তরঃ জায়ারে ।
প্রশ্ন: ইস্তাম্ভুল এর প্রাচীন নাম কি ?
উত্তরঃ কনস্টান্টিবোপল ।
প্রশ্ন: কম্পুচিয়া এর প্রাচীন নাম কি ?
উত্তরঃ কম্বোডিয়া ।
প্রশ্ন: ফ্রান্স এর প্রাচীন নাম কি ? _______
উত্তরঃ দ্যগল ।
প্রশ্ন: কিরিবাতি এর প্রাচীন নাম কি ?
উত্তরঃ গিলবার্ট ।
প্রশ্ন: জার্মানি এর প্রাচীন নাম কি ?
উত্তরঃ ডায়েচল্যান্ড ।
Source of the Article "http://bengalstudent.in"
[id:adgkhisnamep1]