Current Affairs - কারেন্ট অ্যাফেয়ার্স - April 2020 - Part 02

1.কোন নাসার উপগ্রহ আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের সতর্কতা জারি করবে?
Correct Answer
উত্তর:CIRES
2.2020-21 প্রথম প্রান্তিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে সংশোধন করার পরে, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট প্রকল্পের সুদের হার কত?
Correct Answer
উত্তর:7.6%
3. দ্বিতীয় দেশের অসাধারণ জি -২০ অর্থ মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংক গভর্নর (এফএমসিবিজি) সভাটি কোন দেশের রাষ্ট্রপতির অধীনে অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer
উত্তর:সৌদি আরব
4.‘পূর্ব এশিয়া ও প্যাসিফিক ইন দ্য টাইম অফ কোভিড -19’ শীর্ষক প্রতিবেদনটি কোন বিশ্ব সংস্থা প্রকাশ করেছে?
Correct Answer
উত্তর:বিশ্ব ব্যাংক
5.কোন আইআইটি শাখা স্বল্পমূল্যের ভেন্টিলেটর ‘প্রাণ-বায়ু’ তৈরি করেছে?
Correct Answer
উত্তর:আইআইটি রুরকি
6.সমস্ত বেসরকারী খাত এবং বিদেশী ব্যাংককে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন শর্ত অনুযায়ী এমডি ও সিইওর কত মাস আগেই পুনরায় নিয়োগের ঘনিষ্ঠতা জানানো উচিত?
Correct Answer
উত্তর:ছয়
7.কোন ভারতীয় বেসরকারী সেক্টরের ব্যাংক সম্প্রতি দেশব্যাপী লক-ডাউনের মধ্যে হোয়াটসঅ্যাপে ব্যাংকিং পরিষেবা চালু করেছে?
Correct Answer
উত্তর:আইসিআইসিআই ব্যাংক
8.‘নবরত্নলু – পেদালন্দরিকি ইলু’ কোন ভারতের রাজ্যের কল্যাণমূলক পরিকল্পনা, যার অধীনে 25 লক্ষ বাড়িঘর দরিদ্রদের ছাড়ের হারে বিতরণ করতে হবে?
Correct Answer
উত্তর:অন্ধ্র প্রদেশ
9.রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, গভর্নর এবং সংসদ সদস্যরা স্বেচ্ছায় সম্মত হয়েছেন যে এক বছরের জন্য covid -19 সংকট মোকাবেলায় কত বেতন কমান?
Correct Answer
উত্তর:30 শতাংশ
10.রানী দ্বিতীয় এলিজাবেথ 2020 সালের 5 এপ্রিল একটি বিরল বার্তায় যুক্তরাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে সম্বোধন করেছিলেন। রানী একইভাবে নাগরিকদের প্রথমবারের মতো 1991 সালে কোন বড় ঘটনার পরে সম্বোধন করেছিলেন?
Correct Answer
উত্তর:প্রথম উপসাগরীয় যুদ্ধ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adcaapril20p2]