Current Affairs - কারেন্ট অ্যাফেয়ার্স - April 2020 - Part 04

1.50 বছর ধরে আমেরিকাতে প্রকাশিত হচ্ছিল কোন ভারতীয় সংবাদপত্র তার মুদ্রিত সংস্করণটি বন্ধ করে দিয়েছে?
Correct Answer
উত্তর: India Abroad
2.জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো তহবিলের তহবিল (এনআইআইএফ) এর তহবিলের জন্য কোন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানটি $ 100 মিলিয়ন সমপরিমাণ বিনিয়োগ করবে?
Correct Answer
উত্তর:Asian Development Bank
3. কোভিড -19-কে লড়াইয়ের জন্য গৃহীত ব্যবস্থাগুলির পরিপ্রেক্ষিতে, ‘CoNTeC’ কী?
Correct Answer
উত্তর:টেলি-মেডিসিন হাব
4.বিশ্বব্যাংক ভারতের COVID-19 প্রতিক্রিয়া প্রকল্পের জন্য কত তহবিল প্রস্তাব করেছে?
Correct Answer
উত্তর:1 বিলিয়ন মার্কিন ডলার
5.ভারতের প্রথম বিস্তৃত COVID-19 ট্র্যাকিং অ্যাপ্লিকেশন কোনটি?
Correct Answer
উত্তর:Arogya Setu
6.দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোন টেনিস টুর্নামেন্ট বাতিল করা হয়েছে?
Correct Answer
উত্তর:উইম্বলডন
7.পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোন দুটি ব্যাংকের প্রধান নির্বাহীদের ‘বিশেষ দায়িত্বের আধিকারিক’ হিসাবে মনোনীত করা হয়েছে?
Correct Answer
উত্তর:OBC, UBI
8.কোন বীমা নীতিমালা আরও বেশি লোককে স্বাস্থ্য কভার পেতে সরকারকে অনুমোদিত করেছে?
Correct Answer
উত্তর:আরোগ্য সঞ্জীবনী
9.2020 সালের এপ্রিলে কোন দেশ জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের রাষ্ট্রপতি পদ গ্রহণ করেছে?
Correct Answer
উত্তর:ডোমিনিকান প্রজাতন্ত্র
10.দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লকডাউন চলাকালীন জাতীয় রাজধানীতে অটো এবং অন্যান্য পাবলিক সার্ভিস যানবাহনের চালকদের জন্য কত তহবিল ঘোষণা করেছেন?
Correct Answer
উত্তর:5000 টাকা
Source of the Article "www.BengalStudent.in"
[id:adcaapril20p4]