WBCS 2009 Previous Year Question Paper - Page 02

26. বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশী গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধা জনক হয়ে পড়ে কারণ

(A) ঘর্ষণ কমে যায়
(B) ঘর্ষণ বেড়ে যায়
(C) ঘর্ষণ শূন্য হয়ে যায়
(D) গাড়ির উপর অধিক জল প্রয়োগ করা যায় না ।

Correct Answer
(A) ঘর্ষণ কমে যায়
27. 2008 সালের মে মাসের প্তাথাম সপ্তাহে যে নিরক্ষীয় ঘূর্ণিঝড় মায়্নামারের দক্ষিণ উপকূলস্থ ইরাবতী নদী উপত্যকার উপর দিয়ে বয়ে গিয়েছিল তার নাম কি ?

(A) ফানুস
(B) নার্গিস
(C) লাইলা
(D) নীলম

Correct Answer
(B) নার্গিস
28. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল

(A) গাঙ্গেয় বদ্বীপ
(B) মিসিসিপি বদ্বীপ
(C) ইরাবতী দ্বীপ
(D) গোদাবরী বদ্বীপ

Correct Answer
(A) গাঙ্গেয় বদ্বীপ
29. গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?

(A) আমেরিকা 1913
(B) ইংল্যান্ড 1917
(C) ডেনমার্ক 1921
(D) স্কটল্যান্ড 1925

Correct Answer
(A) আমেরিকা 1913
30. কোন বস্তুর ওজন সর্বাধিক হবে

(A) পৃথিবীর কেন্দ্রে
(B) পৃথিবীর থেকে অসীম দুরত্বে
(C) পৃথিবীর পৃষ্ঠে
(D) পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দুরত্ব পর্যন্ত ওজনের একই মান হবে

Correct Answer
(C) পৃথিবীর পৃষ্ঠে
31. জাতিপুঞ্জের ঘোষনা অনুযায়ী 2008 আন্তর্জাতিক বর্ষের মুখ্য নজর যার উপর

(A) আবর্জনা পরিষ্কার ও স্বাস্থ্য বিধান
(B) সামাজিক ন্যায়
(C) এইডস নিয়ন্ত্রণ
(D) গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা

Correct Answer
(A) আবর্জনা পরিষ্কার ও স্বাস্থ্য বিধান
32. ছোটনাগপুরের মালভূমি এই শিলায় গঠিত

(A) প্রাচীন আগ্নেয়া শীলা ও রুপান্তরিত শীলা
(B) পাললিক শীলা
(C) পলিমাটি
(D) লাভাপ্রবাহ

Correct Answer
(A) প্রাচীন আগ্নেয়া শীলা ও রুপান্তরিত শীলা
33.বিশ্ববাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল

(A) 1986 সালে
(B) 1995 সালে
(C) 2000 সালে
(D) 2005 সালে

Correct Answer
(B) 1995 সালে
34. স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন

(A) বেড়ে যাবে
(B) কমে যাবে
(C) একই থাকবে
(D) গ্যাসের স্বভাবের উপর নির্ভর করে বেড়ে বা কমে যাবে

Correct Answer
(A) বেড়ে যাবে
35. আসিফ আলি জারদারীর রাজনৈতিক দলের নাম

(A) পাকিস্তান মুসলিম লীগ
(B) পিপলস ন্যাশনাল পার্টি
(C) ন্যাশনাল ফোরাম অফ পাকিস্তান
(D) পাকিস্তান পিপলস পার্টি

Correct Answer
(D) পাকিস্তান পিপলস পার্টি
36. পশ্চিমবঙ্গের মোট জেলা কটি ?

(A) 18
(B) 19
(C) 17
(D) 16

Correct Answer
(B) 19
37. সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষনা করেন ?

(A) ভাইসরয় লর্ড মাউন্টব্যাটন
(B) ব্রিটিশ প্রধান মন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড
(C) লর্ড লিটন
(D) এ.বি. আলেকজান্ডার

Correct Answer
(B) ব্রিটিশ প্রধান মন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড
38. একটি বড় বরফের খন্ড O০ তাপমাত্রায় বায়ুতে রাখা আছে । এতে একটি ছোট গর্ত করে অল্প জল ঢালা হলে , সেই জলটি

(A) জমে OoC তাপ মাত্রায় জল থেকে যাবে
(B) পুরনো উষ্ণতায় জলই থেকে যাবে
(C) OoC তাপ মাত্রায় জল থেকে যাবে
(D) জমে বরফ হয়ে যাবে যদি বরফ খন্ডটি বড় হয় এবং জল থেকে যাবে যদি ছোট হয়

Correct Answer
(C) OoC তাপ মাত্রায় জল থেকে যাবে
39. হিজবোল্লা জঙ্গী সংগঠনের আসল ঘাঁটি যে দেশে

(A) প্যালেস্তিন
(B) সিরিয়া
(C) জর্ডন
(D) লেবানন

Correct Answer
(D) লেবানন
40. ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে

(A) হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করা জন্য
(B) জল বিদ্যুত উৎপাদন করার জন্য
(C) চাষের জমিতে জল সরবরাহ করার জন্য
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করা জন্য
41. ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে ?

(A) সপ্তম পরিকল্পনা
(B) অষ্টম পরিকল্পনা
(C) নবম পরিকল্পনা
(D) দশম পরিকল্পনা

Correct Answer
(B) অষ্টম পরিকল্পনা
42. সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরী হল ঘরের দেওয়ালে শব্দ

(A) প্রতিসরিত হবে
(B) শোধিত হবে
(C) প্রতিফলিত হবে
(D) বিবর্ধিত হবে

Correct Answer
(C) প্রতিফলিত হবে
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2009p2]