179. যদি 3টি আমাকে 4টির ক্রয়মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ হয় —
(A) [tex]16{1 \over 3}[/tex] %
(B) [tex]33{1 \over 4}[/tex] %
(C) [tex]33{1 \over 3}[/tex] %
(D) [tex]40{1 \over 2}[/tex] %
(C) [tex]33{1 \over 3}[/tex] %
(A) [tex]16{1 \over 3}[/tex] %
(B) [tex]33{1 \over 4}[/tex] %
(C) [tex]33{1 \over 3}[/tex] %
(D) [tex]40{1 \over 2}[/tex] %
Correct Answer
180. নিমগাছ হচ্ছে —
(A) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ গাছ
(B) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী গাছ
(C) ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ
(D) ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ
(B) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী গাছ
(A) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ গাছ
(B) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী গাছ
(C) ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ
(D) ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ
Correct Answer
181. কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণাকেন্দ্রের নাম —
(A) হিন্দু
(B) অক্ষ
(C) ভারতী
(D) ইন্দ্রপ্রস্থ
(C) ভারতী
(A) হিন্দু
(B) অক্ষ
(C) ভারতী
(D) ইন্দ্রপ্রস্থ
Correct Answer
182. 'বাউন্ডারী কমিশনের' প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন ?
(A) ভি.পি. মেনন
(B) স্যার সিরিল র্যাডক্লিফ
(C) স্ট্যাফোর্ড ক্রিপস
(D) লর্ড পেথিক লরেন্স
(D) লর্ড পেথিক লরেন্স
(A) ভি.পি. মেনন
(B) স্যার সিরিল র্যাডক্লিফ
(C) স্ট্যাফোর্ড ক্রিপস
(D) লর্ড পেথিক লরেন্স
Correct Answer
183. পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় —
(A) হুগলী জেলায়
(B) হাওড়া জেলায়
(C) বাঁকুড়া জেলায়
(D) মালদা জেলায়
(C) বাঁকুড়া জেলায়
(A) হুগলী জেলায়
(B) হাওড়া জেলায়
(C) বাঁকুড়া জেলায়
(D) মালদা জেলায়
Correct Answer
184. নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কোনো রাজ্যে সংবিধানের 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারী করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে ?
(A) এ.কে. গোপালন বনাম ভারত সরকার
(B) এস.আর. বোম্বাই বনাম ভারত সরকার (কর্ণাটক রাজ সম্পর্কে)
(C) কাবেরী জল বন্টন সম্পর্কিত দুই দক্ষিণী রাজ্যের মামলা
(D) উপরের কোনটিই নয়
(B) এস.আর. বোম্বাই বনাম ভারত সরকার (কর্ণাটক রাজ সম্পর্কে)
(A) এ.কে. গোপালন বনাম ভারত সরকার
(B) এস.আর. বোম্বাই বনাম ভারত সরকার (কর্ণাটক রাজ সম্পর্কে)
(C) কাবেরী জল বন্টন সম্পর্কিত দুই দক্ষিণী রাজ্যের মামলা
(D) উপরের কোনটিই নয়
Correct Answer
185. চার অঙ্কের একটি সংখ্যা a381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে a -এর মান কত ?
(A) 5
(B) 6
(C) 7
(D) 8
(C) 7
(A) 5
(B) 6
(C) 7
(D) 8
Correct Answer
186. সম্প্রতি 'শিলং ঘোষণা' সংবাদ শিরোনামে এসেছিল যে বিষয়ের জন্য সেটি হল—
(A) খাদ্য সুরক্ষা আইন
(B) শিক্ষার অধিকার আইন
(C) দুর্নীতি নিরোধক আইন
(D) তথ্যের অধিকার আইন
(D) তথ্যের অধিকার আইন
(A) খাদ্য সুরক্ষা আইন
(B) শিক্ষার অধিকার আইন
(C) দুর্নীতি নিরোধক আইন
(D) তথ্যের অধিকার আইন
Correct Answer
187. 'হিন্দু পেট্রিয়ট' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(A) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(B) কৃষ্ণকুমার মিত্র
(C) বিপিনচন্দ্র পাল
(D) শিবনাথ শাস্ত্রী
(A) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(A) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(B) কৃষ্ণকুমার মিত্র
(C) বিপিনচন্দ্র পাল
(D) শিবনাথ শাস্ত্রী
Correct Answer
188. 6 জন বালক বৃত্তাকারে দাঁড়িয়ে আছে । প্রত্যেকের মুখ বৃত্তকেন্দ্রের দিকে । অলোক দাঁড়িয়েছে প্রভাতের বাঁদিকে । সুনীল আছে অশোক ও বিকাশের মাঝে । হরি দাঁড়িয়েছে অলোক ও অশোকের মাঝে । হরির বাঁদিকে কে আছে ?
(A) অলোক
(B) অশোক
(C) সুনীল
(D) প্রভাত
(B) অশোক
(A) অলোক
(B) অশোক
(C) সুনীল
(D) প্রভাত
Correct Answer
189. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আই.এ.এস চালু করেছিলেন —
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) গোবিন্দবল্লভ পন্থ
(C) এস.বি. চ্যবন
(D) কৃষ্ণ মেনন
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) গোবিন্দবল্লভ পন্থ
(C) এস.বি. চ্যবন
(D) কৃষ্ণ মেনন
Correct Answer
190. 'তিন বিঘা করিডর' যোগ করেছে —
(A) ভারত ও পাকিস্তানকে
(B) ভারত ও চিনকে
(C) ভারত ও ভুটানকে
(D) ভারত ও বাংলাদেশকে
(D) ভারত ও বাংলাদেশকে
(A) ভারত ও পাকিস্তানকে
(B) ভারত ও চিনকে
(C) ভারত ও ভুটানকে
(D) ভারত ও বাংলাদেশকে
Correct Answer
191. ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিলেন ?
(A) ডব্ল্যু. সি. ব্যানার্জী
(B) এস.এন. ব্যানার্জী
(C) এ.ও. হিউম
(D) মহাত্মা গান্ধি
(C) এ.ও. হিউম
(A) ডব্ল্যু. সি. ব্যানার্জী
(B) এস.এন. ব্যানার্জী
(C) এ.ও. হিউম
(D) মহাত্মা গান্ধি
Correct Answer
192. যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয়—
(A) মেদিনীপুরের পালঝারি গ্রামে
(B) বাঁকুড়ার ভুলাগ্রামে
(C) বাঁকুড়ার নতুনবন্ধ গ্রামে
(D) মেদিনীপুরের আরাবারি গ্রামে
(D) মেদিনীপুরের আরাবারি গ্রামে
(A) মেদিনীপুরের পালঝারি গ্রামে
(B) বাঁকুড়ার ভুলাগ্রামে
(C) বাঁকুড়ার নতুনবন্ধ গ্রামে
(D) মেদিনীপুরের আরাবারি গ্রামে
Correct Answer
193. ভারত-সোভিয়েত মৈত্রীচুক্তি কোন বত্সর স্বাক্ষরিত হয় ?
(A) 1956
(B) 1980
(C) 1975
(D) 1971
(D) 1971
(A) 1956
(B) 1980
(C) 1975
(D) 1971
Correct Answer
194. 'ওমবাডসম্যান ইনস্টিটিউশন' প্রথম প্রচলিত হয়—
(A) ডেনমার্ক
(B) সুইজারল্যান্ড
(C) সুইডেন
(D) ফ্রান্স
(C) সুইডেন
(A) ডেনমার্ক
(B) সুইজারল্যান্ড
(C) সুইডেন
(D) ফ্রান্স
Correct Answer
195. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
(A) দাদাভাই নওরোজি
(B) ডব্ল্যু. সি. ব্যানার্জী
(C) ফিরোজ শাহ মেহতা
(D) এস.এন. ব্যানার্জী
(B) ডব্ল্যু. সি. ব্যানার্জী
(A) দাদাভাই নওরোজি
(B) ডব্ল্যু. সি. ব্যানার্জী
(C) ফিরোজ শাহ মেহতা
(D) এস.এন. ব্যানার্জী
Correct Answer
196. ভারতের 1991-2001 সালের বার্ষিক জনবৃদ্ধির হার হচ্ছে -
(A) 3%
(B) 1.93%
(C) 4%
(D) 2%
(B) 1.93%
(A) 3%
(B) 1.93%
(C) 4%
(D) 2%
Correct Answer
197. সপ্তম জি-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?
(A) ফ্রান্স
(B) মেক্সিকো
(C) রাশিয়া
(D) দক্ষিণ কোরিয়া
(A) ফ্রান্স
(A) ফ্রান্স
(B) মেক্সিকো
(C) রাশিয়া
(D) দক্ষিণ কোরিয়া
Correct Answer
198. কিছু টাকা ব্যাঙ্কে সরল সুদে রাখা হল যা 4 বছরের সুদে-আসলে 1240 টাকা হল এবং 10 বছরে সুদে-আসলে 1600 টাকা হল । আসল নির্ণয় কর ।
(A) Rs. 1000
(B) Rs. 800
(C) Rs. 1050
(D) Rs. 1100
(A) Rs. 1000
(A) Rs. 1000
(B) Rs. 800
(C) Rs. 1050
(D) Rs. 1100
Correct Answer
199. প্যারিসে 'বন্দেমাতরম' পত্রিকা কে সম্পাদনা করতেন ?
(A) মাদাম কামা
(B) শ্যামজী কৃষ্ণাবর্মা
(C) লালা হরদয়াল
(D) ভূপেন দত্ত
(A) মাদাম কামা
(A) মাদাম কামা
(B) শ্যামজী কৃষ্ণাবর্মা
(C) লালা হরদয়াল
(D) ভূপেন দত্ত
Correct Answer
200. 17 তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
(A) ভূটান
(B) মালদ্বীপ
(C) নেপাল
(D) ভারত
(B) মালদ্বীপ
(A) ভূটান
(B) মালদ্বীপ
(C) নেপাল
(D) ভারত
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2012p11]