WBCS 2012 Previous Year Question Paper - Page 05

77. 'নীল বিদ্রোহ' নিয়ে নিয়মিত আলোকপাত করা হত—

(A) হিন্দু পেট্রিয়টে
(B) টাইমস অফ ইন্ডিয়ায়
(C) স্টেটসম্যানে
(D) ইংলিশম্যানে

Correct Answer
(A) হিন্দু পেট্রিয়টে
78. সমাজের কোন শ্রেণির মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হন ?

(A) ব্যবসা বাণিজ্য পরিচালনায় যুক্ত মানুষজন
(B) বিনিয়োগকারী শ্রেণি
(C) স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন
(D) স্থির আয়কারী মানুষজন

Correct Answer
(B) বিনিয়োগকারী শ্রেণি
79. 11 জন খেলোয়াড়ের দল থেকে একজন অধিনায়ক ও একজন সহঅধিনায়ক কত রকমভাবে নির্বাচন করা যায় ?

(A) 99
(B) 110
(C) 90
(D) 22

Correct Answer
(B) 110
80. নিমাটোফোর (শ্বাসমূল) -এর উপস্থিতি দেখা যায়—

(A) ম্যানগ্রোভ উদ্ভিদে
(B) এপিফাইটিক উদ্ভিদে
(C) হাইড্রোফাইটিক উদ্ভিদে
(D) পতঙ্গভোজী উদ্ভিদে

Correct Answer
(A) ম্যানগ্রোভ উদ্ভিদে
81. 'খালিমপুর তাম্রপট' পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে ?

(A) দেবপাল
(B) রামপাল
(C) ধর্মপাল
(D) প্রথম মহীপাল

Correct Answer
(C) ধর্মপাল
82. ভারতের প্রথম 'Remote Sensing Satellite' হচ্ছে—

(A) P6
(B) P4
(C) IRS 1A
(D) CARTOSAT

Correct Answer
Ans- (C)
83. 3টি অপেক্ষকের সংজ্ঞা : ƒ(x, y) = (x + y) ÷ 2, g(x, y ) = x² - y² এবং h(x, y) = (x - y) ÷ 2 হলে, নিচের কোনটির মান 0.25 যখন x = 0 এবং y = 0.5 ?

(A) ƒ(x, y) g(x, y)
(B) g(x, y)
(C) ƒ(x, y)
(D) ƒ(x, y) + g(x, y)

Correct Answer
(C) ƒ(x, y)
84. 'DNA gyrase' উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের সঙ্গে তা হল—

(A) প্রোটিন সংশ্লেষ
(B) DNA রেপ্লিকেশন
(C) লিপিড জৈব-সংশ্লেষ
(D) DNA -এর ক্ষয়

Correct Answer
(D) DNA -এর ক্ষয়
85. 'তারিখ-ই-ফিরুজশাহী' গ্রন্থটির রচয়িতা কে ?

(A) আবুল ফজল
(B) মিনহাজ-উজ-সিরাজ
(C) জিয়াউদ্দিন বারানী
(D) আল বিরুণী

Correct Answer
(C) জিয়াউদ্দিন বারানী
86. "স্বরাজ আমার জন্মগত অধিকার" —কে বলেছিলেন ?

(A) বাল গঙ্গাধর তিলক
(B) বিপিন চন্দ্র পাল
(C) লালা লাজপৎ রায়
(D) মহাত্মা গান্ধি

Correct Answer
(A) বাল গঙ্গাধর তিলক
87. মূলধন কাকে বলে ?

(A) অর্থই মূলধন
(B) মেশিনারি ও অট্টালিকা সমূহই মূলধন
(C) মূলধন হল উত্পাদনের উত্পাদিত উপকরণ
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) অর্থই মূলধন
88. জাইমেল কলা প্রধানত সংশ্লিষ্ট—

(A) উদ্ভিদের সালোক সংশ্লেষের সঙ্গে
(B) উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহণের সঙ্গে
(C) উদ্ভিদের উত্পাদিত খাদ্যের সংগ্রহশালা হিসেবে
(D) উদ্ভিদের উৎসেচক পরিবহণের সঙ্গে

Correct Answer
(B) উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহণের সঙ্গে
89. দিল্লীর সুলতানীর শেষ শাসক কে ছিলেন ?

(A) আলাউদ্দিন আলম শাহ
(B) ইব্রাহিম লোদী
(C) বাহলুল লোদী
(D) সিকান্দার লোদী

Correct Answer
(B) ইব্রাহিম লোদী
90. খুদা-ই-খিদমদগারের নেতা কে ছিলেন ?

(A) এম.এ. জিন্নাহ
(B) খান আবদুল গফফর খান
(C) এ.কে. আজাদ
(D) মহম্মদ আলি

Correct Answer
(A) এম.এ. জিন্নাহ
91. নিম্নে বর্ণিত কোনটি ভারতে ভবিষ্যৎ শিল্পোন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ?

(A) শিল্পে শান্তি বজায় রাখা
(B) পরিকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টি
(C) বিনিয়োগকারীদের প্রভূত বিনিয়োগ করা
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) পরিকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টি
92. 'Global Positioning System (GPS)' দিয়ে পরিমাপ করা হয়—

(A) জলের গভীরতা
(B) সমুদ্রের খনিজদ্রব্যের অবস্থান
(C) অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
(D) গোলকের পরিধি

Correct Answer
(B) সমুদ্রের খনিজদ্রব্যের অবস্থান
93. মূল, কান্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ হল—

(A) টেরিডোফাইটের
(B) গুপ্তবীজী উদ্ভিদের
(C) ব্যক্তবীজী উদ্ভিদের
(D) শৈবালের

Correct Answer
(D) শৈবালের
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2012p5]