WBCS 2012 Previous Year Question Paper - Page 07

111. স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন ?

(A) লিয়াকৎ আলি খান
(B) লিয়াকৎ হোসেন
(C) মহম্মদ আলি
(D) এ.কে. আজাদ

Correct Answer
(A) লিয়াকৎ আলি খান
112. নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাসজনিত রোগ ?

(A) ট্রাইপ্যানোসোমিয়াসিস
(B) জিয়ারডিয়াসিস
(C) এনকেফালাইটিস
(D) ওরিয়েন্টাল ঘা (oriental sore)

Correct Answer
(A) ট্রাইপ্যানোসোমিয়াসিস
113. ভারতে আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত ?

(A) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
(C) জীবন বীমা নিগম
(D) ভারতের শিল্পোন্নয়ন ব্যাংক

Correct Answer
(D) ভারতের শিল্পোন্নয়ন ব্যাংক
114. ভারত সরকার 'POSCO' নামক বেসরকারি সংস্থাকে নিম্নলিখিত শিল্প স্থাপনে অনুমোদন দিচ্ছে না—

(A) লৌহ ইস্পাত শিল্প
(B) অ্যালুমিনিয়াম শিল্প
(C) তামার কারখানা
(D) তৈল রাসায়নিক কারখানা

Correct Answer
(B) অ্যালুমিনিয়াম শিল্প
115. যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না—

(A) স্তন্যপায়ী
(B) উভচর
(C) সরীসৃপ
(D) পক্ষী

Correct Answer
(D) পক্ষী
116. কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেন ?

(A) জাহাঙ্গীর
(B) আওরঙ্গজেব
(C) শাহজাহান
(D) বাহাদুর শাহ

Correct Answer
(C) শাহজাহান
117. দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন—

(A) হরিপুরায়
(B) ত্রিপুরীতে
(C) ওয়ার্ধায়
(D) পাটনায়

Correct Answer
(B) ত্রিপুরীতে
118. A ও B -এর আয়ের অনুপাত হল 3 : 2 এবং 5 : 3 হল তাদের ব্যয়ের অনুপাত । যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায়, তাহলে B -এর আয় হল—

(A) 3000 টাকা
(B) 4000 টাকা
(C) 600 টাকা
(D) 800 টাকা

Correct Answer
(B) 4000 টাকা
119. বিষহীন সাপটি হল—

(A) ভাইপার
(B) ক্রেট
(C) অজগর (Python)
(D) প্রবাল সাপ (Coral Snake)

Correct Answer
(C) অজগর (Python)
120. কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন ?

(A) ফারুখশিয়ার
(B) বাহাদুর শাহ
(C) মহম্মদ শাহ
(D) শাহ আলম

Correct Answer
(C) মহম্মদ শাহ
121. দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ গরীবদের প্রভূত সহায়তা করেছে ?

(A) জওহর রোজগার যোজনা
(B) ইন্দিরা গান্ধী গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প
(C) জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প
(D) কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প

Correct Answer
(D) কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প
122. সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে ?

(A) 1855
(B) 1857
(C) 1859
(D) 1871

Correct Answer
(A) 1855
123. দক্ষিণ ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়েছে যার নাম 'নাম্মা মেট্রো' ?

(A) বেঙ্গালুরু
(B) হায়দরাবাদ
(C) চেন্নাই
(D) তিরুবন্তপুরম

Correct Answer
(C) চেন্নাই
124. ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কী ?

(A) কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা মুখ্যত রপ্তানীক্ষেত্রকে প্রসারিত করার জন্য
(B) এমন কতিপয় শক্তিশালী শিল্প ইউনিট করা যাতে কর্ম সংস্থানের সুবিধা হয়
(C) কতিপয় শিল্প ইউনিটকে বিশেষ সুবিধা দেওয়া
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা মুখ্যত রপ্তানীক্ষেত্রকে প্রসারিত করার জন্য
125. ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন ?

(A) ইংরেজ কোম্পানি বাংলার দেওয়ান হল
(B) পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যুদস্ত হল
(C) ইংরেজ কোম্পানির সেনাবাহিনীর দিল্লি দখল
(D) মহীশূরের হায়দর আলির মৃত্যু

Correct Answer
(B) পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যুদস্ত হল
126. নীচের কোন ছবিটি ডাক্তারদের, পাঠকদের ও গরুদের সমষ্টিগুলিকে বর্ণনা করে ?

(A)
(B)
(C)
(D)

Correct Answer
(B)
127. 6 সদস্যের একটি পরিবার {U, V, W, X, Y, Z} -এ 2টি দম্পতি আছে । W হল V -এর স্ত্রী ও Z -এর মা । X হল U -এর ঠাকুমা ও V -এর মা । Z হল Y -এর নাতনি । পরিবারটিতে পুরুষ সদস্য সংখ্যা কত ?

(A) 2
(B) 3
(C) 4
(D) অনির্ণেয়

Correct Answer
(D) অনির্ণেয়
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2012p7]