WBCS 2012 Previous Year Question Paper - Page 09

145. জাতীয় পরামর্শদাতা পর্ষদের প্রধান কে ?

(A) ড. মনমোহন সিং
(B) সনিয়া গান্ধি
(C) প্রণব মুখার্জী
(D) পি. চিদাম্বরম

Correct Answer
(A) ড. মনমোহন সিং
146. লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিল ?

(A) 1848 খ্রী:
(B) 1857 খ্রী:
(C) 1853 খ্রী:
(D) 1856 খ্রী:

Correct Answer
(A) 1848 খ্রী:
147. 'সার্বভৌম' শব্দটির কোন অর্থটি সঠিক ?

(A) বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
(B) আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত
(C) সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত
(D) কোন আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত

Correct Answer
(D) কোন আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত
148. ভারত ও বাংলাদেশের মধ্যে 'গঙ্গাজল চুক্তি' সম্পাদিত হয়েছিল কোন সালে ?

(A) 1994
(B) 1995
(C) 1996
(D) 1997

Correct Answer
(C) 1996
149. পশ্চিমঘাটের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখন্ড দ্বারা গঠিত—

(A) 'Cliff'
(B) 'Autochthonous nappe'
(C) 'Fault scarp'
(D) 'Rockey outlier'

Correct Answer
(B) 'Autochthonous nappe'
150. 'পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া' বইটির লেখক কে ?

(A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(B) ফিরোজশাহ মেহতা
(C) বদরুদ্দিন তায়েবজি
(D) দাদাভাই নওরোজি

Correct Answer
(D) দাদাভাই নওরোজি
151. সিন্ধু নদের উত্পত্তিস্থল হচ্ছে—

(A) শেষনাগ হ্রদ
(B) ভীমতাল হ্রদ
(C) নাসের হ্রদ
(D) মানস সরোবর হ্রদ

Correct Answer
(D) মানস সরোবর হ্রদ
152. KOLKATA -কে সাংকেতিকভাবে 11151211012001 লেখা হলে BENGAL -কে কি লেখা হবে ?

(A) 020514070112
(B) 023014210311
(C) 031721250710
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) 020514070112
153. প্রথম কোন রাষ্ট্র লিবিয়ার জাতীয় কাউন্সিলকে সে দেশের বৈধ সরকাররূপে স্বীকৃতি দিয়েছিল ?

(A) কানাডা
(B) ফ্রান্স
(C) ইউ. এস. এ
(D) ইটালি

Correct Answer
(B) ফ্রান্স
154. x হল 0 এবং 1 -এর মাঝের একটা সংখ্যা । নিচের কোনটি সঠিক ?

(A) [tex]x > \sqrt x[/tex]
(B) [tex]x > {1 \over x}[/tex]
(C) [tex]{x^3} > {x^2}[/tex]
(D) [tex]{1 \over x} > \sqrt x [/tex]

Correct Answer
(D) [tex]{1 \over x} > \sqrt x [/tex]
155. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

(A) চক্রবর্তী রাজা গোপালাচারী
(B) লর্ড মাউন্টব্যাটেন
(C) রাজেন্দ্র প্রসাদ
(D) মৌলানা আবুল কালাম আজাদ

Correct Answer
(A) চক্রবর্তী রাজা গোপালাচারী
156. বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউ.এন.ও -র আগে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছিল তার নাম—

(A) সমস্ত রাষ্ট্রগুলিকে নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠী
(B) জাতিগোষ্ঠীগুলির সমন্বয়
(C) লীগ অফ নেশনস
(D) উপরোক্ত কোনটিই নয়

Correct Answer
(C) লীগ অফ নেশনস
157. এঞ্জেলা মার্কেল কোন রাষ্ট্রের চ্যান্সেলর ?

(A) ইটালি
(B) ফ্রান্স
(C) জার্মানি
(D) নরওয়ে

Correct Answer
(C) জার্মানি
158. গঙ্গানদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়—

(A) ব-দ্বীপ
(B) এস্টুয়ারি
(C) 'Birdsfoot' ব-দ্বীপ
(D) চ্যুতি রেখা

Correct Answer
(A) ব-দ্বীপ
159. 3টি গাড়ীর গতিবেগের অনুপাত হল 2 : 3 : 4 । ঐ 3টি গাড়ী একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত হল—

(A) 2 : 3 : 4
(B) 4 : 3 : 6
(C) 3: 4 : 6
(D) 6 : 4 : 3

Correct Answer
(D) 6 : 4 : 3
160. কোন বছর মুসলিম লিগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল ?

(A) 1916 খ্রী:
(B) 1929 খ্রী:
(C) 1940 খ্রী:
(D) 1946 খ্রী:

Correct Answer
(C) 1940 খ্রী:
161. 4, 10, 2, 46, ......... সারির পরবর্তী পদটি হল—

(A) 66
(B) 76
(C) 56
(D) 94

Correct Answer
(A) 66
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2012p9]