WBCS 2013 Previous Year Question Paper - Page 10

155. খড়গপুরে রেলের কারখানা তৈরি হয়েছিল

(A) 1850
(B) 1875
(C) 1900
(D) 1930

Correct Answer
(C) 1900
156. নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ?

(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) সমুদ্র গুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) স্কন্দগুপ্ত

Correct Answer
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
157. চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে বলা হয়

(A) ব্রঙ্কাস
(B) ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লী
(C) ব্রাঙ্কিওস্টেগাইট
(D) ব্রাঙ্কিওস্টেগাল স্পাইন

Correct Answer
(C) ব্রাঙ্কিওস্টেগাইট
158. ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে

(A) কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট
(B) রাজ্য সরকারের বার্ষিক বাজেট
(C) সংবিধান সংশোধন
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) রাজ্য সরকারের বার্ষিক বাজেট
159. কোন বছর জাতীয় কংগ্রেস 'পূর্ণ স্বরাজ' এর প্রস্তাব গ্রহণ করে ?

(A) 1928
(B) 1929
(C) 1930
(D) 1931

Correct Answer
(B) 1929
160. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উত্পন্ন হয় ?

(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) অন্ধ্রপ্রদেশ
(D) পাঞ্জাব

Correct Answer
(A) মহারাষ্ট্র
161. ভারতের বর্তমান প্রধান বিচারপতি

(A) এ.কে. সিকরি
(B) আলতামাস কবির
(C) রাজীব গুপ্ত
(D) উপরের কেহ-ই নন

Correct Answer
(B) আলতামাস কবির
162. কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন ?

(A) 712 খ্রী
(B) 715 খ্রী
(C) 718 খ্রী
(D) 721 খ্রী

Correct Answer
(A) 712 খ্রী
163. 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণসংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে ?

(A) 2
(B) 7
(C) 3
(D) 11

Correct Answer
(B) 7
164. ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন

(A) সরাসরিভাবে ভারতীয় জনগণ দ্বারা
(B) লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা
(C) রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দ্বারা
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা
165. 2011 -য় 98 তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অনুষ্ঠিত হওয়ার স্থান

(A) কোচি
(B) নয়াদিল্লি
(C) চেন্নাই
(D) কলকাতা

Correct Answer
(C) চেন্নাই
166. ভারতের কোন রাজ্যে আখের উত্পাদন সর্বাধিক ?

(A) উত্তরপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) তামিলনাডু
(D) অন্ধ্রপ্রদেশ

Correct Answer
(A) উত্তরপ্রদেশ
167. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?

(A) ইলতুৎমিস
(B) বলবন
(C) নাসিরুদ্দিন
(D) কুতুবউদ্দিন আইবক

Correct Answer
(D) কুতুবউদ্দিন আইবক
168. তিনটি বর্গাকার ক্ষেত্রের, যাদের বাহুগুলি হল 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি, সমন্বয়ে নতুন বর্গাকার ক্ষেত্র তৈরী করা হল । নতুন বর্গাকার ক্ষেত্রের বহু হবে

(A) 11 সেমি
(B) 10 সেমি
(C) 7 সেমি
(D) 9 সেমি

Correct Answer
(C) 7 সেমি
169. ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে

(A) বিশেষ ট্রাইবুনাল
(B) সুপ্রিমকোর্ট
(C) কেন্দ্রীয় মন্ত্রিসভা
(D) সংসদ

Correct Answer
(D) সংসদ
170. নিম্নলিখিত সংস্থার থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে Structural Adjustment নীতি চালু হয়

(A) আন্তর্জাতিক মুদ্রাভান্ডার
(B) বিশ্ব ব্যাংক
(C) এশীয় উন্নয়ন ব্যাংক
(D) ইউরোপীয় ইউনিয়ন

Correct Answer
(A) আন্তর্জাতিক মুদ্রাভান্ডার
171. ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ?

(A) 6
(B) 7.55
(C) 8.24
(D) 9.12

Correct Answer
(B) 7.55
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2013p10]