WBCS 2013 Previous Year Question Paper - Page 08

128. √625 + √6.25 + √0.0625 এর মান হবে

(A) 27.75
(B) 25.25
(C) 27.25
(D) 25.75

Correct Answer
(A) 27.75
129. পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল

(A) পালনী পর্বত
(B) নীলগিরি পর্বত
(C) পালঘাট গ্যাপ
(D) আন্নামালাই পর্বত

Correct Answer
(B) নীলগিরি পর্বত
130. কোন উদ্ভিদের শস্য (এন্ডোস্পার্ম) থেকে তেল পাওয়া যায় ?

(A) চিনাবাদাম
(B) নারকেল
(C) সর্ষে
(D) তিল

Correct Answer
(B) নারকেল
131. কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?

(A) অম্ভি
(B) মহাপদ্ম
(C) পুরু
(D) উপরের সবাই ?

Correct Answer
(C) পুরু
132. ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল

(A) যুক্ত রাষ্ট্রীয় (Federal)
(B) একরাষ্ট্রীয় (Unitary)
(C) আধা সামন্ততান্ত্রিক (Semi-feudal)
(D) কোনটিই নয়

Correct Answer
(A) যুক্ত রাষ্ট্রীয় (Federal)
133. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?

(A) তোর্সা
(B) রাইডাক
(C) মেছি
(D) পাগলা

Correct Answer
(B) রাইডাক
134. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?

(A) কোলকাতা
(B) বম্বে
(C) মাদ্রাজ
(D) পুনে

Correct Answer
(B) বম্বে
135. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা

(A) সাত
(B) সতেরো
(C) সাতাত্তর
(D) এগারো

Correct Answer
(A) সাত
136. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?

(A) প্রিয়দর্শী
(B) ধম্মাশোক
(C) দৈবপুত্র
(D) দেবনামপ্রিয় প্রিয়দর্শন

Correct Answer
(D) দেবনামপ্রিয় প্রিয়দর্শন
137. একটি গোলাকার তলের ক্ষেত্রফল (বর্গ সেমি) উহার ঘনফলের (ঘন সেমি) তিনগুণ । গোলকের ব্যাস হবে

(A) 1 সেমি
(B) π সেমি
(C) 2 সেমি
(D) 3 সেমি

Correct Answer
(D) 3 সেমি
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2013p8]