WBCS 2015 Previous Year Question Paper - Page 02

26. লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী’ বলে উল্লেখ করেন ?

(A) আবদুল গফ্ফর খান
(B) সুভাষ চন্দ্র বসু
(C) শরৎ বসু
(D) এম. কে. গান্ধী

Correct Answer
(D) এম. কে. গান্ধী
27. ভারতবর্ষের তৈল শোধনাগার বেশীর ভাগই

(A) খনিজ তৈলখনি ভিত্তিক
(B) বন্দর ভিত্তিক
(C) পাইপ লাইন টার্মিনাল ভিত্তিক
(D) উপরোক্ত সবকটি

Correct Answer
(C) পাইপ লাইন টার্মিনাল ভিত্তিক
28. ভারতবর্ষে টাকাকড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন

(A) ভারত সরকার
(B) ভারতীয় রিজার্ভ ব্যাংক
(C) ভারতীয় স্টেট ব্যাংক
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(B) ভারতীয় রিজার্ভ ব্যাংক
29. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয় ?

(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) স্বামী বিবেকানন্দ
(C) রামমোহন রায়
(D) বি. জি. তিলক

Correct Answer
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
30. 16ই ফ্রেব্রুয়ারি 2015 তে ভারত ও কোন দেশের মধ্যে একটি অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি হয় ?

(A) চীন
(B) নেপাল
(C) শ্রীলঙ্কা
(D) পাকিস্তান

Correct Answer
(C) শ্রীলঙ্কা
31. প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসন কালে ?

(A) ওয়ারেন হেস্টিংস
(B) উইলিয়ম বেন্টিঙ্ক
(C) মাকুয়েস কর্ণওয়ালিস
(D) চার্লস ক্যানিং

Correct Answer
(A) ওয়ারেন হেস্টিংস
32. কে ‘স্বরাজ্য দলের’ প্রথম সভাপতি ছিলেন ?

(A) মতিলাল নেহরু
(B) চিত্তরঞ্জন দাশ
(C) রাজেন্দ্র প্রসাদ
(D) রাজা গোপালাচারী

Correct Answer
(B) চিত্তরঞ্জন দাশ
33. তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকবার কারণ

(A) এই রাজ্যের দীর্ঘতম সমুদ্রতট
(B) জলের গভীরতা বেশী
(C) তীরে কিছু উপসাগর আছে
(D) তীর rocky নয়

Correct Answer
(B) জলের গভীরতা বেশী
34. 2013 সালে নিযুক্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম চেয়ার পার্সন

(A) অরুন্ধতী ভট্টাচার্য
(B) অরুন্ধতী রায়
(C) অরুন্ধতী বসু
(D) অরুন্ধতী নাগ

Correct Answer
(A) অরুন্ধতী ভট্টাচার্য
35. নিম্নের শ্রেণীতে লুপ্ত অক্ষরটি নির্ণয় করুন

S, V, Y, B, ?

(A) C
(B) D
(C) E
(D) G

Correct Answer
(C) E
36. নিম্নের সংখ্যা সারণীতে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন

3, 8, 6, 14, ?, 20

(A) 11
(B) 10
(C) 8
(D) 9

Correct Answer
(B) 10
37. নিম্নের শ্রেণীতে লুপ্ত অক্ষর গুলি নির্ণয় করুন

AOP, COR, EST, GUV, ?

(A) IYZ
(B) HWX
(C) IWX
(D) JWX

Correct Answer
(C) IWX
38. ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হল

(A) দ্বিদলীয় ও সংসদীয়
(B) বহুদলীয় ও সংসদীয়
(C) রাষ্ট্রপতি প্রধান সরকার
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) বহুদলীয় ও সংসদীয়
39. 2014 -য় 45 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভারতের কোথায় হয় ?

(A) মুম্বাই
(B) গোয়া
(C) চেন্নাই
(D) নয়াদিল্লী

Correct Answer
(B) গোয়া
40. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন

(A) দেবেন্দ্রনাথ ঠাকুর
(B) শিবনাথ শাস্ত্রী
(C) কেশবচন্দ্র সেন
(D) রাজা রামমোহন রায়

Correct Answer
(A) দেবেন্দ্রনাথ ঠাকুর
41. “সামাজিক বনসৃজন” কার্যে

(A) ইউক্যালিপটাস রোপন
(B) জ্বালানী জাতীয় বৃক্ষরোপন
(C) বনের সম্পদ বিক্রয়
(D) উপরোক্ত প্রতিটিই

Correct Answer
(D) উপরোক্ত প্রতিটিই
42. মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে ?

(A) অক্টোবর, 1946
(B) নভেম্বর, 1946
(C) ডিসেম্বর, 1946
(D) জানুয়ারী, 1947

Correct Answer
(A) অক্টোবর, 1946
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2015p2]