WBCS 2018 Previous Year Question Paper - Page 11

182. যদি, Squint : Eye, তাহলে Squeeze : ?

(A) Tongue
(B) Cloth
(C) Throat
(D) Hand

Correct Answer
(D) Hand
183. কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় -এ অন্তর্ভুক্ত নহে

(A) প্রতিরক্ষা ব্যয়
(B) Economic Service -এর উপর ব্যয়
(C) Social এবং Community Services -এর উপর ব্যয়
(D) রাজ্যগুলিকে অনুদান

Correct Answer
(A) প্রতিরক্ষা ব্যয়
184. ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন ?

(A) মনোজ কুমার
(B) দিলীপ কুমার
(C) অমিতাভ বচ্চন
(D) বিনোদ খান্না

Correct Answer
(A) মনোজ কুমার
185. নিউ দিল্লিতে ‘Ring Road’ -এর গুরুত্ব :

(A) শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা
(B) ভারী যানবাহনকে শহরের কেন্দ্রে ঢুকতে হয় না
(C) (A) ও (B) দুটিই
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(C) (A) ও (B) দুটিই
186. নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি / তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন ?

(A) মন সিংহ
(B) টোডরমল
(C) ভগবন্ত দাস
(D) বীরবল

Correct Answer
(D) বীরবল
187. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?

(A) আবুল কালাম আজাদ
(B) সৈয়দ আহমেদ খান
(C) বদ্রুদ্দিন তৈয়াবজি
(D) ফজলুল হক

Correct Answer
(C) বদ্রুদ্দিন তৈয়াবজি
188. ২০১৬ সালে দেশের মধ্যে বিদেশি ও অন্তর্দেশীয় ট্যুরিস্ট স্থানগুলির মধ্যে কোন রাজ্য সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যুরিস্ট স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে ?

(A) গোয়া
(B) উত্তর প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) তামিলনাড়ু

Correct Answer
(D) তামিলনাড়ু
189. P, Q অপেক্ষা 60% বেশি এবং R অপেক্ষা 30% বেশি । Q এবং R অনুপাত —

(A) 1 : 2
(B) 2 : 1
(C) 13 : 16
(D) 16 : 13

Correct Answer
(C) 13 : 16
190. বর্তমানে কেন্দ্রীয় সরকার সারা ভারতে JNNURM প্রকল্প দ্বারা .

(A) শহরের পরিবহন উন্নয়নে অর্থ সাহায্য করে ।
(B) গ্রামের পরিবহন উন্নয়নে অর্থ সাহায্য করে ।
(C) শহর ও গ্রামে অর্থ সাহায্য করে পরিবহন, বস্তি উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য ।
(D) সীমিত অর্থ সাহায্য করে গ্রামের রাস্তা উন্নতির জন্য ।

Correct Answer
(C) শহর ও গ্রামে অর্থ সাহায্য করে পরিবহন, বস্তি উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য ।
191. হিন্দু নারীদের ‘সতী’ প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ?

(A) জাহাঙ্গীর
(B) শাহজাহান
(C) আকবার
(D) ঔরঙ্গজেব

Correct Answer
(D) ঔরঙ্গজেব
192. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন ?

(A) লি বিন অয়াহ
(B) রাহায়ু মাজাম
(C) হালিমা ইয়াকুব
(D) সেলিমা কোমোর

Correct Answer
(C) হালিমা ইয়াকুব
193. একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক মাপ দ্বারা বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই 20% প্রতারিত করে । তার প্রকৃত লাভের শতকরা হার

(A) 20%
(B) 40%
(C) 44%
(D) 50%

Correct Answer
(C) 44%
194. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন

(A) উইনস্টন চার্চিল
(B) ভাইসরয় লর্ড ওয়াভেল
(C) লর্ড মাউন্টব্যাটন
(D) ক্লিমেন্ট অ্যাটলি

Correct Answer
(C) লর্ড মাউন্টব্যাটন
195. পশ্চিমবঙ্গের 'Dry Port’ -এর অবস্থান হল

(A) কলকাতা
(B) হলদিয়া
(C) কলকাতা, হলদিয়া ও দিঘা
(D) কলকাতা ও হলদিয়া

Correct Answer
(A) কলকাতা
196. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ চিরাচরিত জাতীয় বস্ত্র ও সংকৃতির প্রতি দেশবাসীকে অনুগত রাখার জন্যে আইন তৈরি করেছে ?

(A) তাজাকিস্তান
(B) উজবেকিস্তান
(C) সিরিয়া
(D) আফগানিস্তান

Correct Answer
(A) তাজাকিস্তান
197. কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?

(A) কুতুবুদ্দিন বখতিয়ার কাকী
(B) নাসিরুদ্দিন কুবাচা
(C) ইলতুৎমিস
(D) Qকুতুবুদ্দিন আইবক

Correct Answer
(C) ইলতুৎমিস
198. একটি মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত 2 : 3 এবং অন্য একটি মিশ্রণে ঐ দুই তরলের অনুপাত 5 : 4 । এই দুই মিশ্রণ কী অনুপাতে মিশ্রণ করলে নতুন মিশ্রণে উহাদের অনুপাত সমান হবে ?

(A) 2 : 5
(B) 3 : 7
(C) 5 : 9
(D) 9 : 11

Correct Answer
(C) 5 : 9
199. একটি ঘড়ি দেওয়ালে টাঙানো আছে এবং সময় নির্দেশ করছে 4.25 মিনিট । ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো একটি সাধারণ দর্পণে তার প্রতিফলিত বিম্বে সময় দেখাবে

(A) 8.35
(B) 7.25
(C) 7.35
(D) 8.25

Correct Answer
(C) 7.35
200. বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের সূচনায় অনুমোদন দান করে কোন রাজ্য সরকার, বেসরকারি মালিকদের সরকারি বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পথ খুলে দিয়েছে ?

(A) তামিলনাড়ু
(B) বিহার
(C) কেরল
(D) রাজস্থান

Correct Answer
(D) রাজস্থান
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2018p11]