WBCS 2018 Previous Year Question Paper - Page 02

26. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ ২০১৭ সালের (FIFA) ফিফা কনফেডেরেশান কাপ জয় করেছিল ?

(A) জার্মানি
(B) চিলি
(C) আর্জেন্টিনা
(D) পর্তুগাল

Correct Answer
(A) জার্মানি
27. কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন ?

(A) মান সিংহ
(B) অমর সিংহ
(C) উদয় সিংহ
(D) যশবন্ত সিংহ

Correct Answer
(D) যশবন্ত সিংহ
28. ভূতত্ত্ববিদগণের মতে কোশী নদীর গতিপথ পরিবর্তনের ফল

(A) গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত
(B) উত্তরবঙ্গের তিস্তা নদীর বন্যা
(C) কলকাতা বন্দরের অবনতি
(D) গ্যাংটক ও দার্জিলিং অঞ্চলের ভূমিকম্প

Correct Answer
(C) কলকাতা বন্দরের অবনতি
29. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857" ?

(A) ভাইসরয় লর্ড লিনলিথগো
(B) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
(C) চিয়াং কাই শেক
(D) উইনস্টন চার্চিল

Correct Answer
(A) ভাইসরয় লর্ড লিনলিথগো
30. সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল

(A) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি
(B) আজাদ হিন্দ ফৌজ
(C) রেভোলিউশনারি ফ্রন্ট
(D) ফরওয়ার্ড ব্লক

Correct Answer
(D) ফরওয়ার্ড ব্লক
31. ইসলামিক রাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলির ওপর হ্যাকিং (hacking) আক্রমণ প্রতিরোধের জন্য সর্বপ্রথম সামরিক সাইবার (cyber) বিভাজন গড়ে তুলে ছিল কোন দেশ ?

(A) মালয়েশিয়া
(B) অষ্ট্রেলিয়া
(C) ফিলিপাইনস
(D) জার্মানি

Correct Answer
(B) অষ্ট্রেলিয়া
32. কে 'হইন্দভ ধর্মোদ্ধারক' (হিন্দুধর্মের রক্ষাকর্তা) উপাধি নেন ?

(A) গুরু রামদাস
(B) শিবাজি
(C) প্রথম বাজীরাও
(D) বালাজী বাজীরাও

Correct Answer
(B) শিবাজি
33. মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল

(A) জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা ।
(B) মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা ।
(C) ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা ।
(D) পাকিস্তান প্রস্তাব গ্রহণ

Correct Answer
(D) পাকিস্তান প্রস্তাব গ্রহণ
34. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে

(A) মহানন্দা নদী
(B) জলঙ্গী নদী
(C) ভাগীরথী নদী
(D) মাথাভাঙ্গা নদী

Correct Answer
(C) ভাগীরথী নদী
35. ভারত-আফগানিস্তান দ্বিতীয় স্ট্রাটেজিক পার্টনারশিপ কাউন্সিল -এর (Second India - Afghanistan Strategic Partnership Council) সভাপতিত্ব কে করেন ?

(A) সুষমা স্বরাজ
(B) সাহাবুদ্দিন রাব্বাই
(C) উপরোক্ত দুজনেই
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(C) উপরোক্ত দুজনেই
36. একটি কোডে 73429186 -এর কোড PURCHASE, এবং 54064 -এর কোড ORDER, তাহলে 7452688 -এর কোড কী হবে ?

(A) PROGRES
(B) PROCEED
(C) PROGRAM
(D) PROCESS

Correct Answer
(D) PROCESS
37. ব্যতিক্রমটি বাহির করো :

(A) Square
(B) Circle
(C) Parallelogram
(D) Rectangle

Correct Answer
(B) Circle
38. ছয়জন ব্যক্তি একটি ছয়কোণা টেবিলে বসে আছে । অরূপ ঠিক বিলালের বিপরীত মুখী বসে, বিলাল বসে আছে চিরাগ এবং ডেরেকের মধ্যে । অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে । এলা বসে আছে ডেরেকের বাম দিকে । কোন জোড়াটি একে অপরের মুখোমুখি বসে আছে ?

(A) এলা এবং ফারুক
(B) ডেরেক এবং এলা
(C) চিরাগ এবং এলা
(D) চিরাগ এবং ডেরেক

Correct Answer
(C) চিরাগ এবং এলা
39. ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়

(A) কেন্দ্রীয় তালিকায়
(B) রাজ্য তালিকায়
(C) যৌথ তালিকায়
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(C) যৌথ তালিকায়
40. সাম্প্রতিক ফিফা (FIFA) স্থানাঙ্ক অনুযায়ী ভারতের অবস্থান কী ?

(A) ১০০ তম
(B) ৯০ তম
(C) ৯৪ তম
(D) ৯১ তম

Correct Answer
(A) ১০০ তম
41. নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসীদের সাথে যুক্ত ছিলেন ?

(A) হায়দার আলি
(B) সফদার জঙ্গ
(C) মীর কাসিম
(D) টিপু সুলতান

Correct Answer
(D) টিপু সুলতান
42. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি এইখানে অবস্থিত :

(A) গঙ্গাসাগর
(B) কলকাতা
(C) আসানসোল
(D) ফারাক্কা

Correct Answer
(B) কলকাতা
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2018p2]