WBCS 2018 Previous Year Question Paper - Page 04

60. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন ?

(A) ভি. ভি. গিরি
(B) সুভাষচন্দ্র বসু
(C) লালা লাজপত রাই
(D) সি. আর. দাস

Correct Answer
(C) লালা লাজপত রাই
61. 1857 -র বিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

(A) বাহাদুর শাহ
(B) লিয়াকৎ আলি
(C) নানাসাহেব
(D) বেগম হজরৎ মহল

Correct Answer
(D) বেগম হজরৎ মহল
62. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ____ দিন ।

(A) 60
(B) 120
(C) 180
(D) 240

Correct Answer
(B) 120
63. ২০১৭ সালের 'গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম' কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে ?

(A) জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচী
(B) নিরাপদ হিমালয়
(C) (A) ও (B) উভয়েই
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(A) জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচী
64. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন ?

(A) লর্ড কর্ণওয়ালিশ
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড হার্ডিঞ্জ
(D) লর্ড হেস্টিংস

Correct Answer
(B) লর্ড ডালহৌসি
65. “I do what I do” বইটির লেখক কে ?

(A) প্রণব মুখার্জী
(B) রঘুরাম জি রাজন
(C) উর্জিত প্যাটেল
(D) জগদীশ প্রকাশ

Correct Answer
(B) রঘুরাম জি রাজন
66. বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক

(A) বাড়বে
(B) কমবে
(C) একই থাকবে
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(A) বাড়বে
67. ‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ' প্রতিষ্ঠা করেন

(A) তিলক
(B) সুভাষ বোস
(C) সি. আর. দাশ
(D) রাসবিহারী বোস

Correct Answer
(D) রাসবিহারী বোস
68. বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল ?

(A) ফরাসি
(B) ওলন্দাজ
(C) পোর্তুগিজ
(D) ইংরেজ

Correct Answer
(C) পোর্তুগিজ
69. সম্প্রতি কোন ব্যাঙ্ক বেঙ্গালুরুতে ‘CANDI’ নামক প্রথম ডিজিটাল ব্রাঞ্চ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করল ?

(A) কানাড়া ব্যাঙ্ক
(B) অন্ধ্র ব্যাঙ্ক
(C) দেনা ব্যাঙ্ক
(D) কর্ণাটক ব্যাঙ্ক

Correct Answer
(A) কানাড়া ব্যাঙ্ক
70. পেশি ক্লান্তির জন্য দায়ী

(A) কার্বন-ডাই-অক্সাইড
(B) ক্রিয়েটিনিন
(C) ল্যাকটিক অ্যাসিড
(D) ইথাইল অ্যালকোহল

Correct Answer
(C) ল্যাকটিক অ্যাসিড
71. খাদ্য ও কৃষিসংস্থা (সম্মিলিত জাতিপুঞ্জ) প্রতি বছর ৫ই ডিসেম্বর -কে কী বিশেষ দিন হিসাবে পালন করে ?

(A) বিশ্ব ভূমি দিবস
(B) বিশ্ব স্বাস্থ্য দিবস
(C) বিশ্ব জলসেচ দিবস
(D) বিশ্ব অনাহার প্রতিরোধ দিবস

Correct Answer
(A) বিশ্ব ভূমি দিবস
72. নিম্নলিখিতদের মধ্যে কে 'নিউ ল্যাম্পস ফর ওল্ড' এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন ?

(A) অরবিন্দ ঘোষ
(B) আর. সি. দত্ত
(C) সৈয়দ আহমেদ খান
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(A) অরবিন্দ ঘোষ
73. স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন

(A) সি. রাজাগোপালাচারি
(B) জে. বি. কৃপালিনী
(C) জওহরলাল নেহেরু
(D) মৌলানা আবুল কালাম আজাদ

Correct Answer
(B) জে. বি. কৃপালিনী
74. নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে

(A) উত্তল লেন্স দ্বারা
(B) অবতল লেন্স দ্বারা
(C) অভিসারী লেন্স দ্বারা
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(B) অবতল লেন্স দ্বারা
75. 16 তম গ্লোবাল রিটেল ইনডেক্স (2017 সালে প্রকাশিত) অনুযায়ী ভারতের স্থান ?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

Correct Answer
(A) প্রথম
76. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন ?

(A) মীর কাশিম
(B) মীরজাফর
(C) নিজাম-উদ-দ্দৌলা
(D) সুজা-উদ-দৌলা

Correct Answer
(A) মীর কাশিম
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2018p4]