WBCS 2019 Previous Year Question Paper - Page 11

191. ' নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ ।' —এই মন্তব্যটি কে করেছিলেন ?

(A) মৌলানা আজাদ
(B) মহাত্মা গান্ধি
(C) স্যার মহম্মদ ইকবাল
(D) আব্দুল গফফর খান

Correct Answer
(C) স্যার মহম্মদ ইকবাল
192. কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় ?

(A) মহম্মদ আলি জিন্না
(B) ড. জাকির হুসেন
(C) ফকরুদ্দিন আলি আহমেদ
(D) আলি ভাইয়েরা

Correct Answer
(D) আলি ভাইয়েরা
193. "সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তুপে নিক্ষেপ করা উচিত ।" — এই কথা কে বলেছিলেন ?

(A) এম.কে. গান্ধী
(B) শিবস্বামী আয়ার
(C) মহম্মদ আলি জিন্না
(D) জহরলাল নেহরু

Correct Answer
(B) শিবস্বামী আয়ার
194. কোন দিনকে মুসলিম লীগ 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস' বলে ঘোষণা করেছিল ?

(A) 3 সেপ্টেম্বর, 1946
(B) 16 আগস্ট, 1946
(C) 16 মে, 1946
(D) 4 ডিসেম্বর, 1946

Correct Answer
(B) 16 আগস্ট, 1946
195. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

(A) মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
(B) 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে
(C) 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
(D) 'ভারত বিভাগ' -এর সঙ্গে

Correct Answer
(A) মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
196. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয় ?

(A) পলাশীর যুদ্ধ, 1757
(B) বক্সারের যুদ্ধ, 1764
(C) তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92
(D) চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799

Correct Answer
(B) বক্সারের যুদ্ধ, 1764
197. কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ?

(A) আসাম
(B) বাংলা
(C) পাঞ্জাব
(D) মহারাষ্ট্র

Correct Answer
(C) পাঞ্জাব
198. পাকিস্তান -এর ধারণা প্রথম কে ভাবেন ?

(A) মহম্মদ ইকবাল
(B) এম. এ. জিন্না
(C) সৌকর আলি
(D) আগা খান

Correct Answer
(A) মহম্মদ ইকবাল
199. Rowlatt আইন কত সালে প্রণীত হয় ?

(A) 1917
(B) 1919
(C) 1921
(D) 1923

Correct Answer
(B) 1919
200. নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গবিভাগের অব্যবহিত পরে সংঘঠিত হয়েছিল ?

(A) অসহযোগ আন্দোলন
(B) স্বদেশী আন্দোলন
(C) আইন অমান্য আন্দোলন
(D) গদর আন্দোলন

Correct Answer
(B) স্বদেশী আন্দোলন
Source of the Article "www.BengalStudent.in"
[id:bswbcs2019p11]