জেনে নিন বিভিন্ন স্থানের প্রাচীন ও বর্তমান নাম - (পর্ব-৪)

প্রশ্ন: ইরাক এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ মেসোপটেমিয়া ।
প্রশ্ন: থাইল্যান্ড এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ শ্যাম ।
প্রশ্ন: হারারে এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ সলসবেরী ।
প্রশ্ন: শ্রীলংকা এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ সিংহল ।
প্রশ্ন: ভোলপোগ্রাদ এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ স্ট্যালিনগ্রাদ ।
প্রশ্ন: নেদারল্যান্ড এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ হল্যান্ড ।
প্রশ্ন: সুইজারল্যান্ড এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ হেলবেটিয়া ।
প্রশ্ন: মাঞ্চুরিয়া এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ মান্চুকিয়ো ।
প্রশ্ন: তাজ্নিয়া এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ জাঞ্জিবার ও ট্ঙ্গাযনিয়া .
প্রশ্ন: হো চি মিনি নিটি এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ সায়াগন ।
প্রশ্ন: হাওয়াই দীপপুঞ্জ এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ স্যান্ডউইচ দীপপুঞ্জ ।
প্রশ্ন: কেপ কেনেডি এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ কেপ কেনভিরাল ।
প্রশ্ন: অসলো এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ খ্রিস্টান ।
প্রশ্ন: চীন এর প্রাচীন নাম কি ?

উত্তরঃ ক্যামে ।
Source of the Article "http://gkinbengali.blogspot.com/"
[id:adgkhisnamep4]