প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর - Part 02

11. প্রথম চন্দ্রগুপ্ত কোন লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেন?
(A) কুবের নাগকে
(B) কুমার দেবীকে
(C) প্রভাবতী গুপ্তাকে
(D) অনন্ত দেবীকে

Correct Answer
(B) কুমার দেবীকে (ইনি ছিলেন বৈশালীর লিচ্ছবি রাজকন্যা)।
12. সমুদ্র গুপ্তের বড় ভাইয়ের নাম কি?
অথবা
প্রথম চন্দ্রগুপ্তের জ্যেষ্ঠ পুত্রের নাম কি?
(A) কচ্
(B) ভানু গুপ্ত
(C) বৈন গুপ্ত
(D) বুধ গুপ্ত

Correct Answer
(A) কচ্ (সম্ভবতঃ মনে করা হয়)।
13. গুপ্ত রাজাদের রাজশক্তির উৎস কি ছিলো?
(A) হাতি
(B) হরিণ
(C) জোড়া বলদ
(D) ঘোড়া

Correct Answer
(D) ঘোড়া
14. গুপ্ত যুগের কত গুলি লিপি এখনো পর্যন্ত আবিস্কার করা সম্ভব হয়েছে?
(A) 63 টি
(B) 42 টি
(C) 27 টি
(D) 21 টি

Correct Answer
(B) 42 টি
(এই 42 টি লিপির মধ্যে 27 টি পাথরের উপরে খোদাই করা।এই 27 টির মধ্যে 22 টি ব্যক্তিগত বিষয়। একটি সরকারি অনুদান এবং 4 টি প্রশস্তি)।
15. কোন শিলালিপিতে কুমার গুপ্তকে একজন “মহারাজা”- বলা হয়েছে?
(A) ধনাইদাহ তাম্রশাসনে
(B) জুনাগড় শিলালিপিতে
(C) দেওপাড়া প্রশস্তিতে
(D) মাইনকুয়ার বুদ্ধিস্ট ইমেজ শিলালিপিতে

Correct Answer
(D) মাইনকুয়ার বুদ্ধিস্ট ইমেজ শিলালিপিতে
(তবে শ্রীগুপ্ত ও ঘটোৎকচ্- কেও “মহারাজা”- বলা হতো)।
16. ” এলাহাবাদ প্রশস্তি”- কার রচিত?
(A) বীরবলের রচিত
(B) যশোবর্মনের রচিত
(C) হরিষেনের রচিত
(D) রবিকীর্তির রচিত

Correct Answer
(C) হরিষেনের রচিত
(ইনি ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্র গুপ্তের সভাকবি এবং তিনি ছিলেন মহাদন্ডনায়ক ধ্রুববতির পুত্র।)
17. সমুদ্র গুপ্ত সম্পর্কে জানার ঐতিহাসিক উপাদান কোনটি?
(A) এলাহাবাদ প্রশস্তি
(B) মধ্যপ্রদেশের এরণ শিলালিপি
(C) শুধুমাত্র A
(D) A এবং B উভয়ই

Correct Answer
(D) A এবং B উভয়ই
(অর্থাৎ সমুদ্র গুপ্ত সম্পর্কে জানা যায় দুটি ঐতিহাসিক উপাদান থেকে-
(i) এলাহাবাদ প্রশস্তি থেকে
(ii) মধ্যপ্রদেশের এরণ শিলালিপি থেকে)।
18. “শত যুদ্ধের নায়ক”- কোন গুপ্ত সম্রাটকে বলা হয়?
(A) সমুদ্র গুপ্তকে
(B) স্কন্দ গুপ্তকে
(C) প্রথম কুমার গুপ্তকে
(D) দ্বিতীয় চন্দ্রগুপ্তকে

Correct Answer
(A) সমুদ্র গুপ্তকে
(100 টি যুদ্ধে জয়লাভ করার জন্য সমুদ্র গুপ্তকে এই অভিধা দেওয়া হয়।
ইনি হলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। সমুদ্র গুপ্তের সময় কাল – (335/340 – 375/380খ্রি:)।
19. গুপ্ত যুগের একটি শিলালিপি যা একটি লৌহ স্তম্ভে পাওয়া গেছে। তার নাম কি?
(A) এরণ শিলালিপি
(B) জুনাগড় শিলালিপি
(C) মেহেরৌলি শিলালিপি
(D) খরেস্ট্রি শিলালিপি

Correct Answer
(C) মেহেরৌলি শিলালিপি
(দিল্লীর নিকটবর্তী কুতুব মিনারের কাছে মেহেরৌলি নামক স্থানে একটি তারিখ বিহীন লিপি উৎকীর্ন হয়েছে তার নাম মেহেরৌলি শিলালিপি)।
20. সমুদ্র গুপ্তের মন্ত্রীর নাম কি ?
(A) বসুবন্ধু
(B) দিগনাগ
(C) অশ্ব ঘোষ
(D) দর্ভ

Correct Answer
(A) বসুবন্ধু
(ইনি ছিলেন একজন বৌদ্ধ পন্ডিত।ইনার শিষ্যের নাম দিগনাগ)।
[id:adgkhisaihp2]