প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর - Part 08

71. “চন্দ্রগুপ্ত কুমারদেবী”- মুদ্রা কোন গুপ্ত রাজার?
(A) শ্রীগুপ্তের
(B) সমুদ্রগুপ্তের
(C) স্কন্দগুপ্তের
(D) প্রথম কুমার গুপ্তের (414-454 খ্রি:)।

Correct Answer
(B) সমুদ্রগুপ্তের (335/40 – 375/380 খ্রি:)।
72. প্রথম “রৌপ্য মুদ্রা”- কোন গুপ্ত রাজা চালু করেন?
(A) সমুদ্রগুপ্ত
(B) স্কন্দগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) প্রথম কুমার গুপ্ত

Correct Answer
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (380 খ্রি: – 414 খ্রি:)।
73. স্কন্দগুপ্তের উপাধি কি ছিলো?
(A) বিক্রমাদিত্য
(B) শত্রুহন্তা
(C) লিচ্ছবি দৌহিত্র
(D) শ্রেষ্ঠ বীর

Correct Answer
(A) বিক্রমাদিত্য
(বিক্রমাদিত্য শব্দের অর্থ হলো “ক্ষমতার সূর্য।
স্কন্দগুপ্তের সময়কাল(455 – 467)
আর একজন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত(380-414 খ্রি:)।
74. স্কন্দগুপ্তের প্রধান সেনাপতি কে ছিলেন?
(A) উদয় চাঁদ
(B) ভীম সেন
(C) চারুচন্দ্র
(D) ভীম দত্ত

Correct Answer
(D) ভীম দত্ত
(কৌশান্বীর ভীম দত্ত)।
75. দ্বিতীয় কুমার গুপ্ত কে ছিলেন?
(A) উজ্জয়নীর গভর্নর
(B) পুরুগুপ্তের পৌত্র
(C) পাটলিপুত্রের গভর্নর
(D) গুপ্তদের একজন সামন্ত

Correct Answer
(B) পুরুগুপ্তের পৌত্র
(দ্বিতীয় কুমার গুপ্ত বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন)।
76. গুপ্তবংশের শেষ পরাক্রান্ত শাসক কে ছিলেন?
(A) স্কন্দগুপ্ত
(B) বুধগুপ্ত
(C) বিষ্ণুগুপ্ত
(D) ভানুগুপ্ত

Correct Answer
(A) স্কন্দগুপ্ত (455-467খ্রি:)।
77. গুপ্তবংশের শেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন?
(A) স্কন্দগুপ্ত
(B) বুধগুপ্ত
(C) বিষ্ণুগুপ্ত
(D) ভানুগুপ্ত

Correct Answer
(B) বুধগুপ্ত
78. গুপ্তবংশের শেষ সম্রাট কে ছিলেন?
(A) স্কন্দগুপ্ত
(B) বুধগুপ্ত
(C) বিষ্ণুগুপ্ত
(D) ভানুগুপ্ত

Correct Answer
(C) বিষ্ণুগুপ্ত
79. নীচের কোনটি বরাহমিহিরের রচিত গ্রন্থ?
(A) পঞ্চসিদ্ধান্ত
(B) বৃহৎসংহিতা
(C) বৃহৎজাতক
(D) উপরের সবগুলিই

Correct Answer
(D) উপরের সবগুলিই
(বরাহমিহির ছিলেন গুপ্তযুগের একজন বিশিষ্ট “গ্রহ-নক্ষত্রবীদ-বিজ্ঞানী”। মোটামুটি ভাবে তার খ্রীষ্টীয় ষষ্ঠশতকে আবির্ভাব ঘটে।তিনি জ্যোতির্বিজ্ঞানকে তিনি জ্যোতির্বিদ্যা-গণিত- জ্যোতিষচর্চা এই তিনভাগে বিভক্ত করেন।
তার বিখ্যাত গ্রন্থ হলো- “পঞ্চসিদ্ধান্ত বা পঞ্চসিদ্ধান্তিকা” এটি জ্যোতির্বিদ্যা ও গণিতের উপর লিখিত গ্রন্থ।ফলিত-জ্যোতিষের উপর রচিত বরাহমিহিরের বিখ্যাত গ্রন্থ হলো- বৃহৎসংহিতা)।
80. “সূর্যসিদ্ধান্ত”- কার রচনা?
(A) আর্যভট্টের
(B) ব্রম্মগুপ্তের
(C) বরাহমিহিরের
(D) সুশ্রুতের

Correct Answer
(A) আর্যভট্টের
(আর্যভট্ট গুপ্তযুগের একজন বিশিষ্ট বিজ্ঞানী।খ্রীষ্টীয় পঞ্চম-ষষ্ঠ শতকে এই মানুষটি গ্রহ-নক্ষত্র-বিজ্ঞান ও অঙ্কশাস্ত্রের উপর ব্যুৎপত্তি ছিলো।পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আহ্নিক ও বার্ষিক গতির আবিস্কার, সংখ্যাতত্ব ও শূণ্যের ব্যবহার তার কীর্তি।
তার বিখ্যাত গ্রন্থ “সূর্যসিদ্ধান্ত”-যাতে সূর্য ও চন্দ্রগ্রহনের প্রকৃত কারণ ব্যাখ্যা আছে। এছাড়াও “আর্যভট্টীয়”, “দশগীতিকার সূত্র” এবং “আর্যাস্টশত”- নামে তিনটি গ্রন্থ লেখেন।”আর্যভট্টীয়” গ্রন্থে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও ত্রিকোনোমিতি সংক্রান্ত বিস্তৃত আলোচলা আছে)।
[id:adgkhisaihp8]