Current Affairs in Bengali 2020 is an essential part of all kinds of competitive Exams. Current affairs 2020 question answer(Quiz) for all competitive exams WBPSC, WBCS, SSC, Panchyat, Court and all banking exams. As Example West Bengali Public Service Commission, West Bengal Police, Railway Group D, and Banking Sector.
১. কোন দেশ পাকিস্তানের ঋণ এবং তেল সরবরাহ বন্দ করেছে?
উত্তর: সৌদি আরব
Correct Answer
২. আন্তর্জাতিক যুব দিবসটি কবে পালিত হয়?
উত্তর: ১২ অগাস্ট
Correct Answer
৩. কোন দেশ বিশ্বের প্রথম COVID-19 ভ্যাকসিন চালু করেছে ?
উত্তর: রাশিয়া
Correct Answer
৪. ভারত পাঁচটি পরিবেশ-পর্যটন অঞ্চল উন্নয়নের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে?
উত্তর: মালদ্বীপ
Correct Answer
৫. কোন সংস্থা ভারত, বাংলাদেশ এবং নেপালের বন্যার্তদের জন্য € 1. 65 মিলিয়ন মানবিক সহায়তা ঘোষণা করেছে?
উত্তর: ইউরোপীয় ইউনিয়ন
Correct Answer
৬. রাশিয়ার প্রথম COVID-19 ভ্যাকসিনের নাম কী?
উত্তর: Sputnik V
Correct Answer
৭. ইউএস নির্বাচন ২০২০ এর জন্য জো বিডেনের সহ-রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর: কমলা হ্যারিস
Correct Answer
৮. কোন দেশ COVID-19 -এর সঙ্গে লড়াই করতে এআই-ভিত্তিক সরঞ্জামগুলি ভারতের এইমসে প্রেরণ করেছে?
উত্তর: ইসরাইল
Correct Answer
৯. এমএসএমই মন্ত্রী নিতিন গাদকারি সম্প্রতি একটি মাইক্রোওয়েভ ডিভাইস উন্মোচন করেছেন যা করোনভাইরাসকে বিচ্ছিন্ন করতে পারে। এটাকে কি বলে?
উত্তর: Atulya
Correct Answer
১০. 2020 সালে কতজন মহিলা পুলিশ অফিসারকে তদন্তে শ্রেষ্ঠত্বের পদক দেওয়া হয়েছে?
উত্তর: ২১
Correct Answer
[id:adcaaug20p6]