Current Affairs August 27, 2020 in Bengali - Daily Current Affairs in Bengali

Current Affairs in Bengali 2020 is an essential part of all kinds of competitive Exams. Current affairs 2020 question answer(Quiz) for all competitive exams WBPSC, WBCS, SSC, Panchyat, Court and all banking exams. As Example West Bengali Public Service Commission, West Bengal Police, Railway Group D, and Banking Sector.


১. WHO কোন মহাদেশকে বন্য পোলিও মুক্ত হিসাবে ঘোষণা করেছে?
Correct Answer
উত্তর: আফ্রিকা
২. আজ অবধি বিশ্বের বৃহত্তম ডাউনলোড করা কোভিড -১৯ যোগাযোগের ট্রেসিং অ্যাপ্লিকেশনটি কোনটি?
Correct Answer
উত্তর: আরোগ্য সেতু
৩. Rules of origin, যা সম্প্রতি খবরে দেখা গিয়েছিল, কোন মন্ত্রকের সাথে জড়িত?
Correct Answer
উত্তর: অর্থ মন্ত্রণালয়
৪. নবগঠিত ‘National Council for Transgender Persons’ এর প্রধান কে?
Correct Answer
উত্তর: Minister of Social Justice and Empowerment
৫. টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার রেকর্ডটি কোন বোলারের রয়েছে?
Correct Answer
উত্তর: মুত্তিয়া মুরালিধরন
৬. ৬০০ টেস্ট উইকেট নেওয়া প্রথম বোলার কে?
Correct Answer
উত্তর: জেমস অ্যান্ডারসন
৭. ২০২১ সালে কোন দেশ ব্রিকস গেমসের আয়োজন করবে?
Correct Answer
উত্তর: ভারত
৮. পোলিও বর্তমানে কোন দুটি দেশে উপস্থিত রয়েছে?
Correct Answer
উত্তর: আফগানিস্তান, পাকিস্তান
৯. কোন সংস্থা ‘মধু মিশন’ প্রকল্পের অধীনে মৌমাছির বাক্স বিতরণ করে?
Correct Answer
উত্তর: KVIC
১০. মুদ্রা ঋণ প্রকল্পের আওতায় কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক মহিলা সুবিধাভোগী রয়েছে?
Correct Answer
উত্তর: তামিলনাড়ু
Source of the Article "www.BengalStudent.in"
[id:adcaaug20p14]