8th October 2021 - Bengali Current Affairs

1. Indian Air Force Day পালন করা হয় কোন তারিখে?

ⓐ ৫ই অক্টোবর
ⓑ ৭ই অক্টোবর
ⓒ ১০ই অক্টোবর
ⓓ ৮ই অক্টোবর

উত্তর::
৮ই অক্টোবর
2. মহিলাদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করতে ‘Swechha’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ অন্ধ্রপ্রদেশ
ⓑ গুজরাট
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ আসাম

উত্তর::
অন্ধ্রপ্রদেশ
3. ভারতের প্রথম ই-ফিশ মার্কেট অ্যাপ "Fishwaale" লঞ্চ করা হলো কোন রাজ্যে?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ উড়িষ্যা
ⓒ কেরালা
ⓓ আসাম

উত্তর::
আসাম
4. সম্প্রতি কোন রাজ্যের Wada Kolam Rice জি. আই ট্যাগ পেলো?

ⓐ বিহার
ⓑ মহারাষ্ট্র
ⓒ গোয়া
ⓓ তামিলনাড়ু

উত্তর::
মহারাষ্ট্র
5.“Economist Gandhi: The Roots and the Relevance of the Political Economy of the Mahatma” শিরোনামে বই লিখলেন কে?

ⓐ অজয় পাঠক
ⓑ জয়তীর্থ রাও
ⓒ মানস ভুঁইয়া
ⓓ বিজেন্দর পাল

উত্তর::
জয়তীর্থ রাও
6. সম্প্রতি Fire-Boltt কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ রোহিত শর্মা
ⓑ ভিকি কৌশল
ⓒ বিরাট কোহলি
ⓓ অক্ষয় কুমার

উত্তর::
বিরাট কোহলি
7. পাকিস্তানের গুপ্তচর সংস্থা Inter-Services Intelligence (ISI)-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ নাদিম আনজুম
ⓑ ফয়েজ হামিদ
ⓒ সায়েদ কাশিম
ⓓ আক্তার হোসেন

উত্তর::
নাদিম আনজুম
8. সম্প্রতি কোন দেশের সাথে Tax Inspectors Without Borders(TIWB) প্রোগ্রামে যোগদান করলো ভারত?

ⓐ পেরু
ⓑ দক্ষিণ আফ্রিকা
ⓒ সেশেলস
ⓓ ঘানা

উত্তর::
সেশেলস
9. ভারতে ছোটো ও মাঝারি নিউজ পাবলিশার্সদের জন্য GNI Advertisement Lab লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ গুগল
ⓑ ফেসবুক
ⓒ মাইক্রোসফট
ⓓ অ্যাপেল

উত্তর::
গুগল
10. সম্প্রতি প্রয়াত শক্তি সিনহা কার প্রাইভেট সেক্রেটারী ছিলেন?

ⓐ নরেন্দ্র মোদী
ⓑ গান্ধীজি
ⓒ অটল বিহারী বাজপেয়ী
ⓓ ইন্দিরা গান্ধী

উত্তর::
অটল বিহারী বাজপেয়ী