11th December 2021 - Bengali Current Affairs

1.UNICEF Day পালন করা হয় কবে?

ⓐ ১০ই ডিসেম্বর
ⓑ ১১ই ডিসেম্বর
ⓒ ১২ই ডিসেম্বর
ⓓ ১৩ই ডিসেম্বর

উত্তর::
১১ই ডিসেম্বর
2.SpaceX-এর প্রথম ফ্লাইট সার্জেন হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী?

ⓐ অজয় কুমার
ⓑ অনিল মেনন
ⓒ মনোতোষ পান্ডে
ⓓ সুরেশ আদভানি

উত্তর::
অনিল মেনন
3.আর্কিটেকচার বিভাগে সর্বোচ্চ পুরস্কার Royal Gold Medal 2022 দ্বারা সম্মানিত হলেন কে?

ⓐ বালা কৃষ্ণ মধুর
ⓑ শশী থারুর
ⓒ অখিলেশ যাদব
ⓓ বালকৃষ্ণ দোশী

উত্তর::
বালকৃষ্ণ দোশী
4.হায়দারপুর জলাভূমি ভারতের ৪৭তম রামসার সাইটের তকমা পেলো, এটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ গুজরাট
ⓑ ঝাড়খণ্ড
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ মধ্যপ্রদেশ

উত্তর::
উত্তরপ্রদেশ
5.Senior Women’s National Football Championship জিতলো কোন রাজ্য?

ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু
ⓒ মনিপুর
ⓓ মিজোরাম

উত্তর::
মনিপুর
6.Ramanujan Prize for Young Mathematicians 2021 দ্বারা সম্মানিত হলেন কোন প্রফেসর?

ⓐ গোবিন্দ হালদার
ⓑ নীনা গুপ্ত
ⓒ রেখা শর্মা
ⓓ নন্দিনী চ্যাটার্জি

উত্তর::
নীনা গুপ্ত
7.সম্প্রতি Olaf Scholz কোন দেশের চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ জার্মানি
ⓑ অস্ট্রিয়া
ⓒ সার্বিয়া
ⓓ সুইডেন

উত্তর::
জার্মানি
8.Asian Youth Para Games-এ ভারত মোট কয়টি মেডেল জিতলো?

ⓐ ২৪টি
ⓑ ১৯টি
ⓒ ৩৪টি
ⓓ ৪১টি

উত্তর::
৪১টি
9.সম্প্রতি Milk Price Incentive Scheme লঞ্চ করলো রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ রাজস্থান
ⓑ উত্তরাখণ্ড
ⓒ গুজরাট
ⓓ হরিয়ানা

উত্তর::
উত্তরাখণ্ড
10."Justice for the Judge" শিরোনামে আত্মজীবনী লিখলেন কে?

ⓐ রঞ্জন গগৈ
ⓑ রঘুরাম রাজন
ⓒ এন.ভি. রামানা
ⓓ শরদ অরবিন্দ বোবদে

উত্তর::
রঞ্জন গগৈ