২২৬৬ শূণ্যপদে মাধ্যমিক পাশে কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2022

Recruitment Details
Office of Burdwan Municipality is inviting an application for Honorary Health Worker Post in various Categories. We have discussed Important Dates, Application Fees, Age limits, Full Eligibility Details. Here you will find more about Some Most Useful Links.Here We request you if you're interested and eligible then you'll apply Online Or Offline must check. Here you will find more about how to apply Online. People who are searching for the details about Educational qualifications and others are described below.
 

কলকাতা পুলিশের তরফে Kolkata Police Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট 1666 টি শূন্যপদে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ করা হবে।

Important
আবেদন শুরু- 29/05/2022
আবেদন শেষ- 27/06/2022
.
Application Fee
উক্ত পদে আবেদনের জন্য 170/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এসসি,এসটিদের জন্য ২০ টাকা লাগবে আবেদন করতে। .
Age Limit
আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখ অনুযায়ী 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। .
Number of Post
  • পুরুষ কনস্টেবলঃ ১৪১০ জন 
  • মহিলা কনস্টেবলঃ 856 জন
.
Education Details
  • আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। 
  • বাংলা ভাষায় কথা বলা, লেখা এবং পড়ার দক্ষতা থাকতে হবে। তবে পাহাড়ি এলাকাতে যারা থাকে তাঁদের জন্য এটি প্রযোজ্য না।
 

নিয়োগ পদ্ধতি-

  • লিখিত পরীক্ষা দুটি ধাপে হবে। প্রথম পরীক্ষা  ১০০ নম্বরের। মেইন পরীক্ষা ৮৫ নম্বরের হবে। 
  • শারীরিক মাপযোগ (PMT + PET)
.
Vacancy Details
  • কনস্টেবল 
  • লেডি কনস্টেবল
.
আবেদন পদ্ধতি
  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। 
  • নীচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  • প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে। 
  • এরপর সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। 
  • উল্লিখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। 
  • সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। 
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন। 
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 27/06/2022
.
Important Link

Thank you.