Recruitment Details
কলকাতা পুলিশের তরফে Kolkata Police Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট 1666 টি শূন্যপদে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ করা হবে।
Important
আবেদন শেষ- 27/06/2022.
Application Fee
Age Limit
Number of Post
- পুরুষ কনস্টেবলঃ ১৪১০ জন
- মহিলা কনস্টেবলঃ 856 জন
Education Details
- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
- বাংলা ভাষায় কথা বলা, লেখা এবং পড়ার দক্ষতা থাকতে হবে। তবে পাহাড়ি এলাকাতে যারা থাকে তাঁদের জন্য এটি প্রযোজ্য না।
নিয়োগ পদ্ধতি-
- লিখিত পরীক্ষা দুটি ধাপে হবে। প্রথম পরীক্ষা ১০০ নম্বরের। মেইন পরীক্ষা ৮৫ নম্বরের হবে।
- শারীরিক মাপযোগ (PMT + PET)
Vacancy Details
- কনস্টেবল
- লেডি কনস্টেবল
আবেদন পদ্ধতি
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
- এরপর সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
- উল্লিখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 27/06/2022
Important Link
Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here
.Thank you.