12th August 2022 - Bengali Current Affairs

1.আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কবে?
ⓐ ১২ই আগস্ট
ⓑ ১৩ই আগস্ট
ⓒ ১৪ই আগস্ট
ⓓ ১৫ই আগস্ট

উত্তর::
১২ই আগস্ট
2.সম্প্রতি বিশ্বে প্রথম কৃত্রিম ভ্রূণ তৈরি করলো কোন দেশের গবেষকরা?
ⓐ সুইজারল্যান্ড
ⓑ ইজরায়েল
ⓒ আমেরিকা
ⓓ চীন

উত্তর::
ইজরায়েল
3.World Women Entrepreneurs'Award 2022 জিতলেন সঙ্গীতা অভয়ন, তিনি কোন রাজ্যের বাসিন্দা?
ⓐ তামিলনাড়ু
ⓑ কেরালা
ⓒ কর্ণাটক
ⓓ মহারাষ্ট্র

উত্তর::
কেরালা
4."Bravo Yadav" শিরোনামে কার্গিল হিরো যোগেন্দ্র সিং যাদবের জীবনী গ্রন্থ লিখলেন কে?
ⓐ মনোজ বসু
ⓑ শোয়েব খান
ⓒ দীপক সিং
ⓓ অনিতা দেসাই

উত্তর::
দীপক সিং
5.তাঁতিদের জন্য Nethanna Bima Scheme লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
ⓐ অন্ধ্রপ্রদেশ
ⓑ অরুনাচলপ্রদেশ
ⓒ মনিপুর
ⓓ তেলেঙ্গানা

উত্তর::
তেলেঙ্গানা
6.44th Chess Olympiad-এ মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হলো কোন দেশ?
ⓐ ইউক্রেন
ⓑ রাশিয়া
ⓒ উজবেকিস্তান
ⓓ সুইডেন

উত্তর::
ইউক্রেন
7.মুম্বাইয়ে "ভারত রঙ্গ মহোৎসব" নামে ৫দিন ব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করলেন কোন রাজ্যের রাজ্যপাল?
ⓐ দিল্লি
ⓑ মহারাষ্ট্র
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ পাঞ্জাব

উত্তর::
মহারাষ্ট্র
8.Power Grid Corporation-এর চিফ ফিনান্সিয়াল অফিসার(CFO) পদে নিযুক্ত হলেন কে?
ⓐ মনীষা রপেটা
ⓑ প্রমোদ কুমার
ⓒ শ্বেতা সিং
ⓓ কেউই নন

উত্তর::
প্রমোদ কুমার
9.12th Defence Expo অনুষ্ঠিত হবে কোথায়?
ⓐ মুম্বাই
ⓑ নিউ দিল্লি
ⓒ চেন্নাই
ⓓ গান্ধীনগর

উত্তর::
গান্ধীনগর (গুজরাট)
10.নেপাল ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার?
ⓐ কপিল দেব
ⓑ সুনীল গাভাস্কার
ⓒ মনোজ প্রভাকর
ⓓ কেউই নন

উত্তর::
মনোজ প্রভাকর