Current Affairs - কারেন্ট অ্যাফেয়ার্স - April 2020 - Part 06

1.কোন দেশ শেষকৃত্য(funeral) নিষিদ্ধ করেছে?
Correct Answer
উত্তর: স্পেন
2.এসবিআই রিসার্চের ইকোরাপের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, 2020-21-এ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কী হবে?
Correct Answer
উত্তর:2.6%
3. আরবিআইয়ের ডেপুটি গভর্নর পদে কে আবার নিয়োগ পেয়েছেন?
Correct Answer
উত্তর: বি পি কানুনগো
4.কোন দেশ COVID-19 এর নিরাময় হিসাবে বিয়ার পিত্ত ব্যবহারের পরামর্শ দিয়েছে?
Correct Answer
উত্তর:চীন
5.সর্বশেষ ইউএনসিটিএডের প্রতিবেদন অনুসারে, কোন দুটি দেশ বাদে বিশ্ব অর্থনীতি মন্দার মধ্যে যাবে?
Correct Answer
উত্তর:চীন, ভারত
6.জি -২০ বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন কে?
Correct Answer
উত্তর:পীযূষ গোয়েল
7.কোন দেশ লকহিড মার্টিন অ্যাডভান্সড এক্সট্রিমি হাই হাই ফ্রিকোয়েন্সি (এইএইচএফ) স্যাটেলাইট নামে একটি সামরিক যোগাযোগ উপগ্রহ চালু করেছে?
Correct Answer
উত্তর:যুক্তরাষ্ট্র
8.কোন বিশ্ববিদ্যালয়ের মলিকুলার এবং মানব জেনেটিক্স বিভাগ COVID-19 ভাইরাস পরীক্ষা করার জন্য একটি নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে বলে দাবি করেছে?
Correct Answer
উত্তর:BHU
9.কোন মন্ত্রক বিদেশী পর্যটকদের জন্য ‘Stranded in India’ পোর্টাল চালু করেছে?
Correct Answer
উত্তর:পর্যটন মন্ত্রক
10.কোন রাজ্য করোন ভাইরাস ছড়িয়ে দেওয়ার লড়াইয়ের জন্য “টিম -11” নামে আন্তঃ বিভাগীয় কমিটি গঠন করেছে?
Correct Answer
উত্তর:উত্তর প্রদেশ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adcaapril20p6]