১১. কোন গিরিপথের মাধ্যমে শ্রীনগর ও জম্মু যুক্ত?
উত্তরঃ বানিহাল
১২. অমরকন্টক কোন পাহাড় / পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
উত্তরঃ মহাকাল
১৩. থলঘাট গিরিপথ কোন পর্বতে দেখা যায়?
উত্তরঃ পশ্চিমঘাট
১৪. পরেশনাথ পাহাড় কোন মালভূমিতে অবস্থিত?
উত্তরঃ ছোটনাগপুর
১৫. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম কি?
উত্তরঃ চন্দ্রনাথ
১৬. তিব্বত মালভূমি একটি _____ মালভূমি।
উত্তরঃ পর্বতবেষ্টিত
১৭. এশিয়া মাইনর মালভূমি কোন কোন পর্বত দ্বারা বেষ্টিত?
উত্তরঃ পন্টিক ও টরস
১৮. করমন্ডল উপকূল একটি ________ ধরেনের সমভূমি।
উত্তরঃ উন্নত
১৯. গোবি মরুভূমি কোন মালভূমিতে অবস্থিত?
উত্তরঃ মঙ্গোলিয়া
[id:adgkgeomount2]