০১. পর্বত কয় প্রকার? ______________
উত্তরঃ ৪ প্রকার।
০২. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ।
উত্তরঃ হিমালয়, আল্পস, রকি।
০৩. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তরঃ ভাঁজ
০৪. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।
উত্তরঃ ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।
০৫. ল্যাকোলিথ পর্বত কোনটি? _______
উত্তরঃ USA ল্যাকোলিথ।
০৬. সমভূমি কত প্রকার ও কী কী?_____
উত্তরঃ ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত।
০৭. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ মাউন্ট ব্ল্যান্ক ।
০৮. বিন্ধ্য পর্বত কোন ধরনের পর্বত?
উত্তরঃ স্তূপ পর্বত
০৯. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ ধূপগড়
১০. নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ ডোডাবেট্টা
[id:adgkgeomount1]