০১. জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর ।
০২. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?
উত্তরঃ মরু অঞ্চলে ।
০৩. সূয়েজ ক্যানাল কোথায় অবস্থিত ?
উত্তরঃ ইজিপ্টে ।
০৪. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ?
উত্তরঃ সেকস্ট্যান্ট যন্ত্র ।
০৫. “চ্যালেঞ্জার খাত ” কোথায় অবস্থিত?
উত্তরঃ প্রশান্ত মহাসাগরে ।
০৬. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তরঃ প্রশান্ত মহাসাগরে ।
০৭. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ হনুলুলুতে
০৮. ‘ বিশ্ব সমুদ্র দিবস ‘ কবে পালিত হয় ?
উত্তরঃ 8th June.
০৯. আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ সবরমতী নদীর তীরে ।
১০. প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি?
উত্তরঃ মারিয়ানা টেঞ্চ (গভীরতা ১১,০৩৩ মিঃ)।
[id:adgkgeoriverp1]