১১. নদী মঞ্চ কয় প্রকার ?
উত্তরঃ দুই প্রকার, জোড় নদী মঞ্চ ও বিজোড় নদী মঞ্চ।
১২. একটি পরবর্তী নদীর উদাহরণ দাও যা গঙ্গার উপনদী ।
উত্তরঃ শোন।
১৩. ভূমি ভাস্কর্যের কত শতাংশ নদীর স্বাভাবিক কার্য দ্বারা সাধিত হয় ?
উত্তরঃ 70 শতাংশ ।
১৪. জিও কোন শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিরূপ ?
উত্তরঃ সমুদ্র তরঙ্গ।
১৫. ভুটানের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ মানস
১৬. ভোরঘাট জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
উত্তরঃ নর্মদা
১৭. নীচের কোনটি গঙ্গার ডান তীরের উপনদী?
উত্তরঃ শোন
০৮. ভারতের একটি অর্ন্তবাহিনী নদী হল _____
উত্তরঃ লুনি
১৯. নীচের কোনটি পশ্চিমবাহিনী নদী?
উত্তরঃ তিস্তা
২০. তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? __
উত্তরঃ কৃষ্ণা
[id:adgkgeoriverp2]