০১. সৌরজগতের কয়টি গ্রহ আছে?
উত্তরঃ ৮টি।
০২. কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তরঃ বুধ ও শুক্র।
০৩. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? কয়টি ?
উত্তরঃ বৃহস্পতি, ৬৯টি।
০৪. কোনটি সবচেয়ে বড় গ্রহ? ________
উত্তরঃ বৃহস্পতি।
০৫. সবচেয়ে ছোট গ্রহ কোনটি? ________
উত্তরঃ বুধ।
০৬. নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময় লাগে?
উত্তরঃ ৫৮ দিন, ১৭ ঘণ্টা।
০৭. আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোন যানটি পাঠায়?
উত্তরঃ মেরিনার-১০
০৮. শুক্র গ্রহের অপর নাম কি? ________
উত্তরঃ শুকতারা বা সন্ধ্যাতারা।
০৯. গ্রহের নিজস্ব কী নেই ? ________
উত্তরঃ আলো ও তাপ।
১০. মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি ?
উত্তরঃ স্ফুটনিক -১
[id:adgkgeoplanetp1]