১১. বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত।
উত্তরঃ 0.00006%।
১২. সবচেয়ে হালকা অথবা বায়ুর চেয়ে হালকা গ্যাসটি হলো?
উত্তরঃ হাইড্রোজেন।
১৩. বায়ু মন্ডলের ওজনস্তর ধংসের জন্য দায়ী ?
উত্তরঃ ক্লোরো-ফ্লুরো-কার্বন (CFC)।
১৪. যদি বায়ুমণ্ডল না থাকত তবে আকাশের রং কী হত ?
উত্তরঃ কালো ।
১৫. কোন স্তরে সমস্থিতিক ভারসাম্য অধিষ্ঠিত ?
উত্তরঃ অ্যাস্থেনোস্ফিয়ারে।
১৬. আবহবিকার কীরূপ প্রাকৃতিক প্রক্রিয়া ?
উত্তরঃ In-Situ প্রক্রিয়া ।
১৭. সৌর তাপের কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে ?
উত্তরঃ 19%
১৮. বায়ু এক প্রকার ? ______________
উত্তরঃ মিশ্র পদার্থ ।
১৯. বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি ______?
উত্তরঃ ৩x১০১০ সে. মি. ।
২০. শব্দের বেগের উপর প্রভাব আছে _________?
উত্তরঃ তাপ, আদ্রতা ও বায়ু প্রবাহ ।
Source of the Article "www.BengalStudent.in"
[id:adgkgeoairp2]