২১. স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ _______?
উত্তরঃ ১৫ পাউন্ড ।
২২. সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয় ?
উত্তরঃ বাণিজ্য বায়ু ।
২৩. বায়ূর আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়?
উত্তরঃ হাইগ্রোমিটার।
২৪. বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত?__________
উত্তরঃ ১০০০০ কিমি।
২৫. মেরুপ্রভা কোন স্তরে দেখা যায়?
উত্তরঃ আয়ানোস্ফিয়ার।
২৬. বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তরঃ ব্যারোমিটার।
২৭. ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপ কত?
উত্তরঃ ৭৬০ মিমি।
২৮ বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়?
উত্তরঃ ট্রপোস্ফিয়ার।
[id:bsgkgeoairp3]