WBCS 2006 Previous Year Question Paper - Page 11

185. 2005-এ যুবরাজ চার্লস কাকে বিবাহ করেন ?

(a) নিকোল কিডম্যান
(b) লেডি ডায়ানা
(c) এলিজাবেথ টেলর
(d) ক্যামিলা পার্কার বোলস

Correct Answer
(d) ক্যামিলা পার্কার বোলস
186. চার্বাক নামটি হল

(a) ধর্মীয় চিন্তাবিশেষ
(b) চিকিৎসক
(c) বিজ্ঞানবিদ
(d) মল্লযোদ্ধা

Correct Answer
(a) ধর্মীয় চিন্তাবিশেষ
187. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কত খ্রিষ্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন ?

(a) 1820
(b) 1825
(c) 1828
(d) 1830

Correct Answer
(c) 1828
188. নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি ?

(a) ভাগীরথী
(b) হুগলী
(c) গঙ্গা
(d) ইছামতী

Correct Answer
(a) ভাগীরথী
189. বালুরঘাট কোন জেলার সদর ?

(a) উত্তর দিনাজপুর
(b) দক্ষিণ দিনাজপুর
(c) মালদা
(d) কোচবিহার

Correct Answer
(b) দক্ষিণ দিনাজপুর
190. বরাকর কোন নদীর প্রধান শাখা ?

(a) মহানদী
(b) গঙ্গা
(c) দামোদর
(d) অজয়

Correct Answer
(c) দামোদর
191. একটি তেজস্ক্রিয় মৌলের শতকরা 75 ভাগ বিঘটনে 6 ঘন্টা সময় লাগলে মৌলটির অর্ধ-আয়ুষ্কাল হবে

(a) 2 ঘন্টা
(b) 4 ঘন্টা
(c) 1/6 ঘন্টা
(d) 3 ঘন্টা

Correct Answer
(b) 4 ঘন্টা
192. নারিকেলের পুষ্পবিন্যাসটি হল

(a) অনিয়ত
(b) উদুম্বর বিন্যাস
(c) সায়াথিয়াম
(d) চমসামঞ্জরী

Correct Answer
(d) চমসামঞ্জরী
193. কোফি আন্নান হলেন

(a) কেনিয়ার রাষ্ট্রপতি
(b) উগাণ্ডার রাষ্ট্রপতি
(c) বাংলাদেশের রাষ্ট্রপতি
(d) রাষ্ট্রসংঘের মহাসচিব

Correct Answer
(d) রাষ্ট্রসংঘের মহাসচিব
194. ফুটইউস-সালতিন গ্রন্থের প্রণেতা হলেন

(a) বরণী
(b) ইসামী
(c) নাসরু
(d) বতুতা

Correct Answer
(b) ইসামী
195. পি.চিদাম্বরম ভারতের কেন্দ্রীয়

(a) প্রতিরক্ষা মন্ত্রী
(b) স্বরাষ্ট্র মন্ত্রী
(c) শিক্ষা মন্ত্রী
(d) অর্থ মন্ত্রী

Correct Answer
(d) অর্থ মন্ত্রী
196. আলেকজান্ডার ভারতে ছিলেন

(a) 16 মাস
(b) 19 মাস
(c) 20 মাস
(d) 24 মাস

Correct Answer
(c) 20 মাস
197. পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেন

(a) এলগিন
(b) ডালহৌসি
(c) মিন্টো
(d) মর্লে

Correct Answer
(b) ডালহৌসি
198. কাটিয়াওয়ার উপসাগর কোন্‌ প্রাকৃতিক অংশ ?

(a) পশ্চিম উপকূল ভূমি
(b) দাক্ষিণাত্যের মালভূমি
(c) উপকূল ভূমি
(d) কচ্ছ উপসাগর

Correct Answer
(d) কচ্ছ উপসাগর
199. বারানসী কোথায় অবস্থিত

(a) নিম্ন গঙ্গা সমতল ভূমি
(b) মধ্য গঙ্গা সমতল ভূমি
(c) উচ্চ গঙ্গা সমতল ভূমি
(d) গঙ্গা-শতদ্রু দোয়াব

Correct Answer
(b) মধ্য গঙ্গা সমতল ভূমি
200. পশ্চিমবঙ্গে রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে ?

(a) রায়চক
(b) হলদিয়া
(c) ফলতা
(d) কাকদ্বীপ

Correct Answer
(c) ফলতা
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2006p11]