WBCS 2006 Previous Year Question Paper - Page 10

168. ল্যাটেরিটিক মৃত্তিকা কোথায় পাওয়া যায় ?

(a) বিহার (সমভূমি অঞ্চল)
(b) পশ্চিমবঙ্গ (মালভূমি অঞ্চল)
(c) তামিলনাড়ু (উপকূলীয় অঞ্চল)
(d) উত্তর-পশ্চিম ঘাট

Correct Answer
(d) উত্তর-পশ্চিম ঘাট
169. রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল ?

(a) 1954
(b) 1955
(c) 1956
(d) 1957

Correct Answer
(d) 1957
170. সিঙ্কোনা চাষ প্রধানতঃ কোথায় হয় ?

(a) মংপু ও মুংসুং
(b) দার্জিলিং
(c) কালিম্পং
(d) বক্সার

Correct Answer
(a) মংপু ও মুংসুং
171. হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিনত হতে শুরু করে তখন নীচের জলের তাপমাত্রা হয়

(a) Oo সেলসিয়াস
(b) 4oC সেলসিয়াসের কম
(c) 4oC সেলসিয়াস
(d) 4oC সেলসিয়াসের বেশী

Correct Answer
(d) 4oC সেলসিয়াসের বেশী
172. 'লুপ অব হেনলি ' থাকে

(a) করটেক্সে
(b) মেডুলাতে
(c) রেনাল পেলভিসে
(d) ইউরেটারে

Correct Answer
(c) রেনাল পেলভিসে
173. ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কোন দলের ?

(a) লেবার পার্টি
(b) কনজারভেটিভ পার্টি
(c) কমিউনিস্ট পার্টি
(d) গ্রীন পার্টি

Correct Answer
(a) লেবার পার্টি
174. সন্ধ্যাকর নন্দী হলেন -

(a) রামচরিত কাব্য রচয়িতা
(b) দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি
(c) দোহা রচয়িতা
(d) চিকিৎসক

Correct Answer
(a) রামচরিত কাব্য রচয়িতা
175. মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব হলেন -

(a) কন্ডোলিজা রাইস
(b) জন আব্রাহাম
(c) জেমস কুক
(d) গর্ডন ব্রাউন

Correct Answer
(a) কন্ডোলিজা রাইস
176. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হল

(a) ত্রিপিটক
(b) অষ্ট
(c) পঞ্চপটিকা
(d) অষ্টাঙ্গ মার্গ

Correct Answer
(a) ত্রিপিটক
177. শিবাজীর পর তার সিংহাসনে বসেন

(a) সম্ভুজী
(b) দ্বিতীয় শিবাজী
(c) রাজারাম
(d) তরাবাঈ

Correct Answer
(a) সম্ভুজী
178. কোন্‌ নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত ?

(a) মাহী নদী, ওয়ানাকবরী
(b) তাপ্তী নদী, গুজরাট
(c) কৃষ্ণা নদী, কর্ণাটক
(d) কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ

Correct Answer
(d) কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ
179. সল্টলেক কোন্‌ শিল্পের কেন্দ্র হয়েছে ?

(a) কম্পুটার
(b) আই.টি
(c) ইলেকট্রনিক্স
(d) ইঞ্জিনীয়ারিং

Correct Answer
(b) আই.টি
180. ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?

(a) তারাপুর
(b) ট্রম্বে
(c) কলপক্কম
(d) নারোরা

Correct Answer
(a) তারাপুর
181. অতি বেগুনী অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম

(a) লিম্যান পর্যায়ের বর্ণালী
(b) বামার পর্যায়ের বর্ণালী
(c) ব্র্যাকেট পর্যায়ের বর্ণালী
(d) পাশেন পর্যায়ের বর্ণালী

Correct Answer
(d) পাশেন পর্যায়ের বর্ণালী
182. নীচের কোনটি ভাইরাল অসুখ

(a) ক্যানসার
(b) লিউকোমিয়া
(c) টাইফয়েড
(d) ইয়োলো ফিভার

Correct Answer
(b) লিউকোমিয়া
183. নেপালের রাজা কে ?

(a) জ্ঞানেন্দ্র
(b) বিজয়েন্দ্র
(c) প্রতাপেন্দ্র
(d) রাঘবেন্দ্র

Correct Answer
(a) জ্ঞানেন্দ্র
184. দিল্লী সুলতানীর প্রতিষ্ঠাতা ছিলেন

(a) ইলতুৎমিস
(b) বলবন
(c) নাসিরউদ্দিন
(d) কুতুবুদ্দিন

Correct Answer
(d) কুতুবুদ্দিন
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2006p10]