WBCS 2006 Previous Year Question Paper - Page 09

151. একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হল

(a) তাপমাত্রা
(b) বেগ
(c) রৈখিক ভরবেগ
(d) গতিশক্তি

Correct Answer
(c) রৈখিক ভরবেগ
152. সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল

(a) আর্কিঅপটেরিক্স
(b) প্লেটিপাস
(c) জাভা এপম্যান
(d) তিমি

Correct Answer
(a) আর্কিঅপটেরিক্স
153. হ্যারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্ত হয়

(a) মার্কিন যুক্ত্রারাষ্ট্র
(b) রাশিয়া
(c) চিন
(d) ভারত

Correct Answer
(a) মার্কিন যুক্ত্রারাষ্ট্র
154. 'রাজতরঙ্গিনী'-র লেখক হলেন ?

(a) ললিতাদিত্য
(b) কলহন
(c) ভেক্টটেশ
(d) সন্ধ্যাকর নন্দী

Correct Answer
(b) কলহন
155. ইউ.পি.এ.-র সভাপতি হলেন

(a) মনমোহন সিং
(b) প্রিয়াঙ্কা গান্ধী
(c) সোনিয়া গান্ধী
(d) জ্যোতি বসু

Correct Answer
(c) সোনিয়া গান্ধী
156. সিন্ধু সভ্যতাকে বলা হয়

(a) শহর ভিত্তিক
(b) গ্রাম ভিত্তিক
(c) প্রস্তর যুগীয়
(d) লৌহ যুগীয়

Correct Answer
(a) শহর ভিত্তিক
157. রেগুলেটিং আইন পাশ করেছিল

(a) বেঙ্গল কাউন্সিল
(b) কোম্পানী সরকার
(c) ব্রিটশ পার্লামেন্ট
(d) প্রিভি কাউন্সিল

Correct Answer
(c) ব্রিটশ পার্লামেন্ট
158. সিকিম কবে ভারতবর্ষের অংশ হল ?

(a) 1975
(b) 1978
(c) 1782
(d) 1990

Correct Answer
(a) 1975
159. মধ্যাহ্ন-আহার প্রকল্প কবে শুরু হয়েছে ?

(a) 1996
(b) 1997
(c) 1995
(d) 1998

Correct Answer
(d) 1998
160. অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে ?

(a) কলকাতা
(b) আসানসোল
(c) মেদনীপুর
(d) হলদিয়া

Correct Answer
(d) হলদিয়া
161. জার্মেনিয়াম ও সিলিকনকে বলা হয়

(a) অপরিবাহী
(b) পরিবাহী
(c) ধাতু
(d) অর্ধ পরিবাহী

Correct Answer
(d) অর্ধ পরিবাহী
162. কোনটি কিডনীর কাজ নয় ?

(a) অলট্রাফিলট্রেশন
(b) টিউবুলার রি-অ্যাবজর্বশন
(c) টিউবুলার সিক্রীশন
(d) ফ্যাগোসাইটোসিস

Correct Answer
(d) ফ্যাগোসাইটোসিস
163. 2005 -এ লন্ডনে সন্ত্রাসবাদী হামলার লক্ষ্য ছিল

(a) ব্যাকিংহাম প্রাসাদ
(b) বিদ্যালয়গুলি
(c) পাতালরেল স্টেশন
(d) সংসদ

Correct Answer
(c) পাতালরেল স্টেশন
164. মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ঐ অঞ্চলে রজত্ব করতেন

(a) দ্বিতীয় পুলাকেশী
(b) দ্বিতীয় নরসিংহ বর্মন
(c) রাজারাজা
(d) রাজেন্দ্র চোল

Correct Answer
(b) দ্বিতীয় নরসিংহ বর্মন
165. জাক শিরাক কোন দেশের রাষ্ট্রপতি ?

(a) জার্মানি
(b) পোল্যান্ড
(c) ফ্রান্স
(d) রোমানিয়া

Correct Answer
(c) ফ্রান্স
166. সিংহলী মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল

(a) 483 খ্রীঃ পূঃ
(b) 486 খ্রীঃ পূঃ
(c) 543 খ্রীঃ পূঃ
(d) 546 খ্রীঃ পূঃ

Correct Answer
(c) 543 খ্রীঃ পূঃ
167. তৃতীয় পানিপথের যুদ্ধে দুই পক্ষে ছিল

(a) মারাঠা ও আফগান
(b) ব্রিটিশ ও রোহিলা
(c) শিখ ও জাঠ
(d) পাঠান ও সতনামী

Correct Answer
(a) মারাঠা ও আফগান
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2006p9]