WBCS 2006 Previous Year Question Paper - Page 08

134. ‘হাবল’ একটি

(a) পারমাণবিক অস্ত্র
(b) বাদ্যযন্ত্র
(c) মহাকাশ দূরবিন
(d) নক্ষত্র

Correct Answer
(c) মহাকাশ দূরবিন
135. সার্ক যে দেশসমূহের আঞ্চলিক সংগঠন সেগুলি

(a) দক্ষিণ এশীয় দেশ
(b) দক্ষিণ আমেরিকার দেশ
(c) দক্ষিণ আফ্রিকার দেশ
(d) এশিয়ার ও আফ্রিকার দেশ

Correct Answer
(a) দক্ষিণ এশীয় দেশ
136. খালেদা জিয়া কোন দেশের প্রধানমন্ত্রী ?

(a) পাকিস্তান
(b) বাংলাদেশ
(c) থাইল্যান্ড
(d) আলজেরিয়া

Correct Answer
(b) বাংলাদেশ
137. 'বাবরনামা'-র রচয়িতা হলেন ?

(a) আবুল ফজল
(b) ফিরদৌসী
(c) আফিফ
(d) বাবর

Correct Answer
(d) বাবর
138. মুসলীম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে

(a) অক্টোবর 1946
(b) নভেম্বর 1946
(c) ডিসেম্বর 1946
(d) জানুয়ারী 1946

Correct Answer
(a) অক্টোবর 1946
139. গোল্ডেন কোয়াড্রিল্যাটেরল্‌ কি ?

(a) জাতীয় হাইওয়ে প্রকল্প
(b) জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প
(c) রেল উন্নয়ন প্রকল্প
(d) সোনা নিলাম কেন্দ্র

Correct Answer
(b) জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প
140. পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?

(a) জলপাইগুড়ি
(b) কোচবিহার
(c) শিলিগুড়ি
(d) আলিপুরদুয়ার

Correct Answer
(c) শিলিগুড়ি
141. চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখন্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলে ---

(a) কঠিনীভবন
(b) বিকিরণ
(c) পুনঃশিলীভবন
(d) উপরের কোনটিই নয়

Correct Answer
(c) পুনঃশিলীভবন
142. ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরী হয় ?

(a) লিভার
(b) ইউরিনারী ব্লাডার
(c) কিডনী
(d) হিমোগ্লোবিন

Correct Answer
(c) কিডনী
143. যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক হয়, তাহলে F প্রজন্মে কতগুলি ডিম্বক উৎপন্ন হবে ?

(a) 1
(b) 2
(c) 4
(d) 8

Correct Answer
(c) 4
144. ‘সমঝোতা এক্সপ্রেস’ ভারত এবং কোন্‌ দেশের মধ্যে চালু হয় ?

(a) পাকিস্তান
(b) বাংলাদেশ
(c) মায়ানমার
(d) নেপাল

Correct Answer
(a) পাকিস্তান
145. ও-কুয়াত্রোচির নাম যার সাথে যুক্ত তা হল

(a) সন্ত্রাসবাদ
(b) বফর্স
(c) ভারতীয় রেল
(d) নোবেল পুরস্কার

Correct Answer
(b) বফর্স
146. আরিয়েল শারন কোন্‌ দেশের প্রধানমন্ত্রী ?

(a) নরওয়ে
(b) ইতালি
(c) ইজরাইল
(d) জার্মানি

Correct Answer
(c) ইজরাইল
147. দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন

(a) আব্দুল লোহানী
(b) হিমু
(c) জয়চাঁদ
(d) দৌলত খাঁ

Correct Answer
(b) হিমু
148. ভারতের সংবিধান গ্রহণ (সহি) করা হয়

(a) 26 নভেম্বর, 1949
(b) 20 ডিসেম্বর, 1949
(c) 25 ডিসেম্বর, 1949
(d) 30 জানুয়ারী, 1950

Correct Answer
(a) 26 নভেম্বর, 1949
149. 2001 সালে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ?

(a) 877 / বর্গ কিলোমিটার
(b) 904 / বর্গ কিলোমিটার
(c) 934 / বর্গ কিলোমিটার
(d) 957 / বর্গ কিলোমিটার

Correct Answer
(b) 904 / বর্গ কিলোমিটার
150. ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল ?

(a) 1909
(b) 1910
(c) 1911
(d) 1912

Correct Answer
(c) 1911
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2006p8]