WBCS 2006 Previous Year Question Paper - Page 07

117. প্রথম পানিপথের যুদ্ধ ঘটেছিল কত খ্রিস্টাব্দে ?

(a) 1500
(b) 1510
(c) 1520
(d) 1526

Correct Answer
(d) 1526
118. প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে ?

(a) 1900
(b) 1902
(c) 1905
(d) 1907

Correct Answer
(c) 1905
119. দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখনি কোন্‌টি ?

(a) তালচের
(b) বোকারো
(c) রাণীগঞ্জ
(d) বিসরামপুর

Correct Answer
(c) রাণীগঞ্জ
120. পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত ?

(a) মৎস্য শিল্প
(b) রেল জংশন
(c) জেলা সদর
(d) স্বাস্থ্যকর স্থান

Correct Answer
(b) রেল জংশন
121. একটি সেলাই মেশিনের গতি

(a) বৃত্তাকার গতি
(b) সরলরৈখিক গতি
(c) দোলন গতি
(d) ঘুর্ণন গতি

Correct Answer
(c) দোলন গতি
122. হাইড্রোজেন পার-অক্সাইড নীচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে ?

(a) HCHO
(b) CH3OH
(c) CH2 = CH2
(d) CH2 = CHO

Correct Answer
(b) CH3OH
123. উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায় কাল নির্ণয় করে তা হল ।

(a) সংজ্ঞাবহ কোষ
(b) সংজ্ঞাবহ অনুপ্রত্যঙ্গ
(c) প্রোটিন অণু
(d) K1-এর নতিমাত্রা

Correct Answer
(a) সংজ্ঞাবহ কোষ
124. 2006 -এর প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলন অনুষ্ঠিত হয়

(a) কোলকাতায়
(b) পাটনায়
(c) দিল্লীতে
(d) হায়দ্রাবাদে

Correct Answer
(d) হায়দ্রাবাদে
125. লালুপ্রসাদ যাদ্‌ব কোন দলের নেতা ?

(a) বহুজন সমাজ পার্টি
(b) সমাজবাদী পার্টি
(c) রাষ্ট্রীয় জনতা দল
(d) ভারতীয় জাতীয় কংগ্রেস

Correct Answer
(c) রাষ্ট্রীয় জনতা দল
126. ভ্লাতিমির পুতিন হলেন

(a) রাশিয়ার প্রধানমন্ত্রী
(b) রাশিয়ার রাষ্ট্রপতি
(c) বসনিয়ার রাষ্ট্রপতি
(d) পোল্যাণ্ডের রাষ্ট্রপতি

Correct Answer
(b) রাশিয়ার রাষ্ট্রপতি
127. নরসিংহ সালুভ কোথাকার শাসনকর্তা ছিলেন ?

(a) চন্দ্রগিরি
(b) উদয়নগর
(c) কোঙ্কন
(d) বরিষা

Correct Answer
(c) কোঙ্কন
128. সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল

(a) ভারতের সংবিধান সংস্কারের জন্য
(b) শিক্ষা সংস্কারের জন্য
(c) প্রশাসনিক সংস্কারের জন্য
(d) কারা আইন সংস্কারের জন্য

Correct Answer
(c) প্রশাসনিক সংস্কারের জন্য
129. ও.এন.জি.সি. পুরো কথাটি কি ?

(a) অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কোম্পানী
(b) অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কমিশন
(c) অর্গানাইজেশন অফ নন গভর্নমেন্ট কোম্পানীজ
(d) অর্গানাইজেশন অফ নন গভর্নমেন্ট কো-অপারেটিভস

Correct Answer
(b) অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কমিশন
130. ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কি ?

(a) মোরান
(b) বম্বে-হাই
(c) ডিগবয়
(d) আংক্লেশ্বর

Correct Answer
(c) ডিগবয়
131. যখন আপাতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান

(a) Oo
(b) 90o
(c) 45o
(d) আপাতন কোণের সমান

Correct Answer
(a) Oo
132. কোনটি প্রোটোজোয়া নয় ?

(a) হাইড্রা
(b) ইউগ্লেনা
(c) অ্যামিবা
(d) প্যারামেসিয়াম

Correct Answer
(a) হাইড্রা
133. কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ?

(a) অক্সিন
(b) জিব্রেলিন
(c) এ্যাবসিসিক অ্যাসিড
(d) সাইটোকাইনিন

Correct Answer
(c) এ্যাবসিসিক অ্যাসিড
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2006p7]