WBCS 2006 Previous Year Question Paper - Page 06

100. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে

(a) 1997
(b) 1947
(c) 1951
(d) 1956

Correct Answer
(c) 1951
101. একটি ঘড়ির স্প্রিংকে গুটালে কি ধরনের শক্তি কাজ করে ?

(a) গতিশক্তি
(b) স্থিতিশক্তি
(c) তড়িৎশক্তি
(d) চুম্বকশক্তি

Correct Answer
(b) স্থিতিশক্তি
102. নিচের কোন যৌগটির মধ্যে সম তড়িৎ-চুম্বকীয় ধর্ম দেখা যায় ?

(a) H2O
(b) NO
(c) CO2
(d) SO2

Correct Answer
(a) H2O
103. বিধিনিষেধিত উৎসেচক সংশ্লেষিত হয়

(a) সমস্ত ইউক্যারিয়াটিক কোষে
(b) কেবলমাত্র ইষ্ট এবং ব্যাকটিরিয়াতে
(c) শুধুমাত্র ব্যাকটিরিয়াতে
(d) সব কোষে

Correct Answer
(b) কেবলমাত্র ইষ্ট এবং ব্যাকটিরিয়াতে
104. ইউরো মুদ্রা হল

(a) মার্কিন যুক্তরাষ্ট্রের
(b) ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি
(c) ব্রিটিশ যুক্তরাজ্যের
(d) জাপানের

Correct Answer
(b) ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি
105. সানিয়া মির্জার নাম কোন খেলার সঙ্গে যুক্ত ?

(a) টেনিস
(b) ব্যান্ডমিন্টন
(c) দাবা
(d) টেবিল টেনিস

Correct Answer
(a) টেনিস
106. নানাবতী-শাহ কমিশন কি অনুসন্ধান করতে নিয়োগ করা হয়েছিল ?

(a) গুজরাট দাঙ্গা
(b) কেন্দ্র-রাজ্য সম্পর্ক
(c) পশুখাদ্য কেলেঙ্কারি
(d) উদ্বাস্তু অনুপ্রবেশ

Correct Answer
(a) গুজরাট দাঙ্গা
107. 'দোকানী' মুদ্রা চালু করেছিলেন কে ?

(a) বলবন
(b) ইলতুৎমিস
(c) রাজিয়া
(d) মহম্মদ-বিন-তুঘলক

Correct Answer
(d) মহম্মদ-বিন-তুঘলক
108. কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন ?

(a) রয়েল টাইটেল আইন, 1876
(b) 1858 সালের আইন
(c) 1861 সালের কাউন্সিল
(d) 1872 সালের আইন

Correct Answer
(a) রয়েল টাইটেল আইন, 1876
109. লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত ?

(a) নিমজ্জিত পর্বত
(b) প্রবাল
(c) লবনাক্ত জলাভূমি
(d) মৃত আগ্নেয়গিরি

Correct Answer
(b) প্রবাল
110. কোন রাস্তাটিকে NH2 বলা হয় ?

(a) বম্বে রোড
(b) ব্যারাকপুর ট্রাঙ্ক রোড
(c) দিল্লী রোড
(d) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড

Correct Answer
(c) দিল্লী রোড
111. ভু-পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান

(a) কমে যায়
(b) বেড়ে যায়
(c) একই থাকে
(d) উপরের কোনটিই নয়

Correct Answer
(b) বেড়ে যায়
112. ইথাইল এ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় । ঐ মিশ্রণ থেকে ইথাইল এ্যালকোহলকে আলাদা করা যায়

(a) পৃথকীকরণ চোঙের সাহায্যে
(b) বাষ্পীভবনের সাহায্যে
(c) আংশিক পাতনের সাহায্যে
(d) জলকে বাষ্পীভুত করে

Correct Answer
(c) আংশিক পাতনের সাহায্যে
113. কি সেচন করে ফলের পতন রোধ করা যায় ?

(a) IAA
(b) এ্যাবসিসিক অ্যাসিড
(c) সাইটোকাইনিন
(d) NAA

Correct Answer
(c) সাইটোকাইনিন
114. আবু ঘ্রাইব বন্দী নিগ্রহের অভিযোগ ওঠে কোন দেশের সেনাদের বিরুদ্ধে

(a) রাশিয়া
(b) মার্কিন যুক্তরাষ্ট্র
(c) ইরাক
(d) চীন

Correct Answer
(b) মার্কিন যুক্তরাষ্ট্র
115. লোকসভার অধ্যক্ষ হলেন

(a) সনিয়া গান্ধী
(b) প্রণব মুখোপাধ্যায়
(c) সোমনাথ চট্টোপাধ্যায়
(d) এইচ.আর.ভরদ্বাজ

Correct Answer
(c) সোমনাথ চট্টোপাধ্যায়
116. অং সাং সু কি কোন দেশের রাজ নৈতিক ব্যক্তিত্ব ?

(a) তাইওয়ান
(b) হংকং
(c) মায়ানমার
(d) কোরিয়া

Correct Answer
(c) মায়ানমার
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2006p6]