WBCS 2006 Previous Year Question Paper - Page 05

83. কোন রাজ্য ভেঙ্গে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে ?

(a) বিহার
(b) মধ্যপ্রদেশ
(c) উত্তর প্রদেশ
(d) মহারাষ্ট্র

Correct Answer
(b) মধ্যপ্রদেশ
84. ভারতের কোন্‌ শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয়েছে ?

(a) দিল্লী
(b) মুম্বাই
(c) চেন্নাই
(d) কলকাতা

Correct Answer
(d) কলকাতা
85. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন

(a) প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে
(b) প্রধান বিচারপতি দ্বারা
(c) রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
(d) সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দ্বারা

Correct Answer
(c) রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
86. ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম কী ?

(a) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(b) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(c) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(d) ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক

Correct Answer
(c) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
87. সারা ভারতের আপাৎকালীন অবস্থা কে জারি করতে পারেন ?

(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) প্রধান সেনাপতি
(d) লোক সভার অধ্যক্ষ

Correct Answer
(a) রাষ্ট্রপতি
88. সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোন রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন ?

(a) ধারা 352
(b) ধারা 360
(c) ধারা 354
(d) ধারা 356

Correct Answer
(d) ধারা 356
89. সেবী (SEBI) কাকে বলে ?

(a) মহিলা কল্যাণ সমিতি
(b) সুসংহত ঋণ প্রকল্প
(c) আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন
(d) ভারতের সিকিউরিটি ও এক্সচেঞ্জ বোর্ড

Correct Answer
(d) ভারতের সিকিউরিটি ও এক্সচেঞ্জ বোর্ড
90. বর্গাদার প্রথা প্রথমে প্রয়োগ করা হয়

(a) কর্নাটকে
(b) পশ্চিমবঙ্গে
(c) কেরালায়
(d) বিহারে

Correct Answer
(b) পশ্চিমবঙ্গে
91. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা

(a) 20 শতাংশ
(b) 33 শতাংশ
(c) 30 শতাংশ
(d) 50শতাংশ

Correct Answer
(b) 33 শতাংশ
92. ট্রাইসেম (TRYSEM) প্রকল্পের উদ্দেশ্য

(a) গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া
(b) শহরের যুবকদের স্বনিযুক্তির ব্যবস্থা করা
(c) মহিলাদের স্বনিযুক্তি প্রশিক্ষণ দেওয়া
(d) শিশুদের উন্নয়নের প্রকল্প প্রস্তুত করা

Correct Answer
(a) গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া
93. জওহর রোজগার যোজনার উদ্দেশ্য

(a) গ্রামীণ বেকার যুবকদের কর্মনিযুক্তি
(b) শহরের বেকার যুবকদের কর্মনিযুক্তি
(c) গ্রামীণ মহিলাদের স্বনিযুক্তি
(d) ভূমিহীন চাষীদের কর্মসংস্থান

Correct Answer
(b) শহরের বেকার যুবকদের কর্মনিযুক্তি
94. সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয়

(a) 1952 সালে
(b) 1956 সালে
(c) 1972 সালে
(d) 1980 সালে

Correct Answer
(a) 1952 সালে
95. বলবন্তরাই মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল

(a) সমাজ উন্নয়ন কর্মসূচী সমীক্ষা করার জন্য
(b) জাতীয় নিরাপত্তা নীতি নির্ণয়ের জন্য
(c) শিশু কল্যাণ পরিকল্পনা প্রস্তুত করার জন্য
(d) শ্রমিক কল্যাণ প্রকল্প রচনার করার জন্য

Correct Answer
(d) শ্রমিক কল্যাণ প্রকল্প রচনার করার জন্য
96. আই.আর.ডি.পি. পুরো কথাটি কী ?

(a) সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প
(b) ভারতীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্প
(c) বিনিয়োগ গ্রামীণ উন্নয়ন প্রকল্প
(d) আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন নীতি

Correct Answer
(a) সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প
97. ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লেখ আছে । কমিশনের সভাপতি নিয়োগ করেন

(a) প্রধানমন্ত্রী
(b) রাষ্ট্রপতি
(c) প্রধান বিচারপতি
(d) উপ-রাষ্ট্রপতি

Correct Answer
(b) রাষ্ট্রপতি
98. ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি

(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) অর্থমন্ত্রী
(d) উপ-রাষ্ট্রপতি

Correct Answer
(b) প্রধানমন্ত্রী
99. ভারতের পরিকল্পনা কমিশন গঠন সংবিধানের --------ধারায় উল্লেখ আছে ।

(a) 196
(b) 308
(c) 360
(d) কোন ধারায় উল্লেখ নেই

Correct Answer
(d) কোন ধারায় উল্লেখ নেই
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2006p5]