WBCS 2006 Previous Year Question Paper - Page 04

66. 'ঐতিহাসিক আধুনিকতাবাদী' কাকে বলা হয় ?

(a) বিদ্যাসাগর
(b) স্বামী বিবেকানন্দ
(c) রামমোহন রায়
(d) বালগঙ্গাধর তিলক

Correct Answer
(b) স্বামী বিবেকানন্দ
67. হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয় ?

(a) স্বামী দয়ানন্দ সরস্বতী
(b) স্বামী বিবেকানন্দ
(c) লালা হংসরাজ
(d) রামমোহন রায়

Correct Answer
(a) স্বামী দয়ানন্দ সরস্বতী
68. শিকাগোর 'ধর্ম মহাসভা ' কবে আয়োজিত হয়েছিল ?

(a) 1893
(b) 1896
(c) 1897
(d) 1885

Correct Answer
(a) 1893
69. 'মারহাট্টা' প্রকাশ করেন

(a) বালগঙ্গাধর তিলক
(b) মহাদেব গোবিন্দ রানাডে
(c) সাভারকর
(d) দেশমুখ

Correct Answer
(a) বালগঙ্গাধর তিলক
70. মাসিক পত্রিকা 'দিকদর্শন' প্রকাশ করেন

(a) মার্শম্যান
(b) রামমোহন রায়
(c) শিশির কুমার ঘোষ
(d) দ্বারকা নাথ ঠাকুর

Correct Answer
(a) মার্শম্যান
71. ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন ?

(a) রাষ্ট্রপতি
(b) উপরাষ্ট্রপতি
(c) প্রধানমন্ত্রী
(d) স্বরাষ্ট্রমন্ত্রী

Correct Answer
(a) রাষ্ট্রপতি
72. ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয় ?

(a) 1991
(b) 1985
(c) 1995
(d) 1980

Correct Answer
(c) 1995
73. আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় ?

(a) ডিরোজিও
(b) মহাত্মা গান্ধী
(c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(d) রামমোহন রায়

Correct Answer
(d) রামমোহন রায়
74. স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাশ করেন ?

(a) লর্ড মেয়ো
(b) লর্ড রিপন
(c) লর্ড বেন্টিঙ্ক
(d) লর্ড ডাফরিন

Correct Answer
(b) লর্ড রিপন
75. 'বিধবা বিবাহ আইন' পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

(a) লর্ড বেন্টিঙ্ক
(b) লর্ড ডালহৌসি
(c) লর্ড ক্যানিং
(d) লর্ড রিপন

Correct Answer
(a) লর্ড বেন্টিঙ্ক
76. ‘আমার কথা দিয়ে নয়, কাজ নিয়ে আমাকে বিচার করুন।‘ –এ কথা কে বলেছিলেন ?

(a) লর্ড লিটন
(b) লর্ড কার্জন
(c) লর্ড রিপন
(d) হান্টার

Correct Answer
(a) লর্ড লিটন
77. 'নাদওয়াৎ-অল-উলেমা' কে প্রতিষ্ঠা করেন ?

(a) শিবালি নোমানি
(b) আবদুল্লা চক্রলভি
(c) গোলাম আহমেদ
(d) মীর মুত্তকি

Correct Answer
(c) গোলাম আহমেদ
78. 'টাইমস অব ইন্ডিয়া' প্রথম প্রকাশিত হয়

(a) 1875
(b) 1861
(c) 1862
(d) 1858

Correct Answer
(d) 1858
79. ‘মহাযাত্রা’ রচনা করেন

(a) রাধানাথ রায়
(b) ফকিরমোহন সেনাপতি
(c) মধুসূদন রাও
(d) লক্ষ্মীনাথ বেজবড়ুয়া

Correct Answer
(b) ফকিরমোহন সেনাপতি
80. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন্‌ সালে ?

(a) 1885
(b) 1878
(c) 1928
(d) 1868

Correct Answer
(a) 1885
81. মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ?

(a) বহ্মপুত্র নদীতে , আসামে
(b) গঙ্গা নদীতে, বিহারে
(c) কাবেরী নদীতে, কর্নাটকে
(d) মহানন্দা নদীতে, পশ্চিমবঙ্গে

Correct Answer
(a) বহ্মপুত্র নদীতে , আসামে
82. ল্যাম্পাস (LAMPS) কাকে বলে ?

(a) সিল্ক সমবায়
(b) বৃহৎ বহুমুখী সমবায় সমিতি
(c) বৃহৎ বহুমুখী জল সঞ্চয় প্রকল্প
(d) বৃহৎ বহুমুখী বিদ্যুৎ প্রকল্প

Correct Answer
(b) বৃহৎ বহুমুখী সমবায় সমিতি
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2006p4]