WBCS 2006 Previous Year Question Paper - Page 03

48. কোন এক সমাজে রাস্তা, বাজার, সিনেমা হল, স্কুল ও গ্রন্থাগার বোঝাতে যথাক্রমে নদী, সমুদ্র, স্টেডিয়াম, উদ্যান ও বন শব্দগুলি ব্যবহার করা হয় । এমন সমাজে ফিল্ম দেখতে হলে আমি কোথায় যাব ?

(a) বন
(b) উদ্যান
(c) স্টেডিয়াম
(d) নদী

Correct Answer
(c) স্টেডিয়াম
49. কাজ ও কর্মী যেমনভাবে সম্পর্কিত তেমনভাবে সম্পর্কিত বিদ্যা ও

(a) ছাত্র
(b) চিকিৎসক
(c) প্রযুক্তিবিদ
(d) সৈনিক

Correct Answer
(a) ছাত্র
50. নীচের শব্দগুলির মধ্যে কোনটি বিসদৃশ ?

(a) দক্ষিণ আফ্রিকা
(b) ইরাণ
(c) কলকাতা
(d) ভিয়েতনাম

Correct Answer
(c) কলকাতা
51. কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন ?

(a) জি.ভি.যোশী
(b) এম.জি.রানাডে
(c) জি.এইচ.দেশমুখ
(d) নৌরজি ফাড়ুনজি

Correct Answer
(d) নৌরজি ফাড়ুনজি
52. "New Lamps of Old" প্রবন্ধটি কে লিখেছিলেন ?

(a) শ্রী অরবিন্দ ঘোষ
(b) বালগঙ্গাধর তিলক
(c) সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়
(d) জে.এন. ব্যানার্জি

Correct Answer
(a) শ্রী অরবিন্দ ঘোষ
53. 'ভারতমাতা' কে প্রকাশ করেন ?

(a) অজিত সিং
(b) চিত্তরঞ্জন দাস
(c) বালগঙ্গাধর তিলক
(d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Correct Answer
(a) অজিত সিং
54. লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

(a) 1916
(b) 1914
(c) 1908
(d) 1920

Correct Answer
(a) 1916
55. ঘড়ি : সাধারণ সংকেত শব্দ দুটির সম্পর্কের মধ্যে অনুরূপ সম্পর্ক যুক্ত জোড়াটি নির্ণয় করুন

(a) কারখানা : সাইরেন
(b) মোটার গাড়ি : এঞ্জিন
(c) গৃহ : কক্ষ
(d) গ্রন্থাগার : পুস্তক

Correct Answer
(a) কারখানা : সাইরেন
56. 'পাখি' ও 'বাসা' শব্দ দুটি যেমন ভাবে সম্পর্কিত তেমন ভাবে সম্পর্কিত মানুষ ও

(a) পথ
(b) পুকুর
(c) বাজার
(d) বাড়ি

Correct Answer
(d) বাড়ি
57. একটি সাঙ্কেতিক ভাষায় DEMOGRAPHY শব্দটি বোঝাতে লেখা হয় ABJLDOXMEV ; ECONOMICS বোঝাতে কী লেখা হবে ?

(a) BANONLGAU
(b) BZLKLJFZP
(c) DOMNRJIPE
(d) FOKMGHERP

Correct Answer
(b) BZLKLJFZP
58. একটি সাঙ্কেতিক ভাষায় NOBILITY শব্দটি বোঝাতে লেখা হয় 67135389 এবং AFFABLE বোঝাতে লেখা হয় 4224150, এ ভাষায় FALLIBLE কিভাবে লেখা হবে ?

(a) 25445320
(b) 23779028
(c) 53882380
(d) 24553150

Correct Answer
(d) 24553150
59. নীচের সারিটিতে পরবর্তী আংটিটি কী রকম হবে ?

(a)
(b)
(c)
(d)

Correct Answer
(d)
60. নীচের শব্দগুলির মধ্যে কোন দুটি পরস্পর সদৃশ ?

শিক্ষক, পুস্তক, কলম, পেন্সিল

(a) কলম, পেন্সিল
(b) কলম, পুস্তক
(c) শিক্ষক , পুস্তক
(d) শিক্ষক, পেন্সিল

Correct Answer
(a) কলম, পেন্সিল
61. ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকা গুলোর মধ্যে শিক্ষা কোন তালিকায় পড়ে ?

(a) কেন্দ্রীয় তালিকায়
(b) রাজ্য তালিকায়
(c) যুগ্ম তালিকায়
(d) কোনো তালিকায় নয়

Correct Answer
(a) কেন্দ্রীয় তালিকায়
62. রাজ্যসভা মন্ত্রী পরিষদকে

(a) নিয়ন্ত্রণ করে
(b) অনুমোদন করে
(c) শুধু আলোচনা করে
(d) নিয়ন্ত্রণ করে না

Correct Answer
(d) নিয়ন্ত্রণ করে না
63. ট্রিপস ( TRIPS ) -এর পুরো নাম কী ?

(a) কর ছাড় পাওয়ার আইন
(b) ব্যবসা সংক্রান্ত আইন
(c) আন্তর্জাতিক বাণিজ্যে মেধা ভিত্তিক স্বত্যাধিকারের নিয়ম
(d) আনুপাতিক শুল্ক নীতি

Correct Answer
(c) আন্তর্জাতিক বাণিজ্যে মেধা ভিত্তিক স্বত্যাধিকারের নিয়ম
64. কোন ভাইসরকে 'উজ্জ্বল বিফলতা' বলা হয় ?

(a) লর্ড কার্জন
(b) লর্ড ক্যানিং
(c) লর্ড রিপন
(d) লর্ড লিটন

Correct Answer
(a) লর্ড কার্জন
65. বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে ?

(a) এম.জি.রানাডে
(b) কেশবচন্দ্র সেন
(c) শ্রীমতী অ্যানি বেসান্ত
(d) জি.এইচ.দেশমুখ

Correct Answer
(c) শ্রীমতী অ্যানি বেসান্ত
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2006p3]