WBCS 2006 Previous Year Question Paper - Page 02

30. নীচের তিনটি শব্দ সম্পর্কে প্রদত্ত বিকল্প বর্ণনাগুলির মধ্যে কোন্‌টি সর্বাপেক্ষা যথাযথ ?

শান্তিনিকেতন : যাদবপুর : কল্যানী

(a) এগুলি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় শহর
(b) এগুলিতে লোকে বেড়াতে যায়
(c) এ শহরগুলিতে কলকাতা থেকে সহজে পৌঁছান যায়
(d) এ শহরগুলিতে বড় হোটেল নেই

Correct Answer
(a) এগুলি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় শহর
31. যেমন সিংহ আর হরিণ তেমনি হল সাপ আর

(a) ইদুঁর
(b) কুমির
(c) খরগোস
(d) বাঘ

Correct Answer
(a) ইদুঁর
33. তিন ব্যক্তির বয়সের যোগফল 73 বছর; 10 বছর পর তাদের বয়সের যোগফল কত হবে ?

(a) 103 বছর
(b) 83 বছর
(c) 98 বছর
(d) 88 বছর

Correct Answer
(a) 103 বছর
34. একটি নির্বাচনে মোট 5 লক্ষ ভোটের মধ্যে 8000 বাতিল হল । বাকি বৈধ ভোটের 60% একটি দলের পক্ষে গেল ।তাহলে ঐ দলের প্রাপ্ত ভোট সংখ্যা কত ?

(a) 4920 লক্ষ
(b) 4650 লক্ষ
(c) 3680 লক্ষ
(d) 2952 লক্ষ

Correct Answer
(d) 2952 লক্ষ
35. একটি এলাকায় 25% পরিবারের ফোন আছে এবং 40% পরিবারের টি .ভি . সেট আছে; 15% পরিবারের ফোন ও টি.ভি. সেট দুই আছে । যদি জানা থাকে যে ফোন ও টি.ভি. সেটের কোনটাই নেই এমন পরিবারের সংখ্যা 1200 তবে ঐ এলাকার মোট পরিবারের সংখ্যা কত ?

(a) 1,500
(b) 1,800
(c) 2,400
(d) 3,000

Correct Answer
(c) 2,400
36. একটি স্কুলে শুধু ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ভর্তি করা হয় । যদি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শ্রেণীতে দৈনিক ছয়টি পিরিয়ড করে ক্লাস নেওয়া হয়, আর নবম ও দশম শ্রেণীতে নেওয়া হয় দৈনিক সাতটি করে এবং কোন শিক্ষককেই দৈনিক পাঁচটির বেশী পিরিয়ড দেওয়া সম্ভব না হয় তবে ঐ স্কুলের জন্য নুন্যতম কতজন শিক্ষক প্রয়োজন ?

(a) 5 জন
(b) 6 জন
(c) 7 জন
(d) 8 জন

Correct Answer
(c) 7 জন
37. a, a, b, b, অক্ষরগুলিকে একটি সারিতে সাজাতে গেলে মোট কটি ভিন্ন ধরনের বিন্যাস পাওয়া যায় ?

(a) 24
(b) 12
(c) 6
(d) 3

Correct Answer
(c) 6
38. আমার কাছে দুটি 5 পয়সার, তিনটি 10 পয়সার ও পাঁচটি 25 পয়সার ডাক টিকিট আছে ; 1 টাকা 45 পয়সা মাশুল দিতে গেলে নুন্যতম কটি ডাকটিকিট লাগবে ?

(a) ছয়
(b) সাত
(c) আট
(d) নয়

Correct Answer
(b) সাত
39. আমার জন্মের সময় পিতার বয়স ছিল 33 বছর । আমি 28 বছর বয়সে বিয়ে করি । তারপর 28 বছর পেরিয়ে গেছে । এখন আমার পিতার বয়স কত ?

(a) 48 বছর
(b) 61 বছর
(c) 69 বছর
(d) 76 বছর

Correct Answer
(d) 76 বছর
40. একজন কলেজ শিক্ষকের শনিবার বাদে সপ্তাহে কোন এক দিনে কোন ক্লাস থাকে না । শনিবার তাঁকে অন্তত চার ঘন্টা কলেজে থাকতে হয় এবং অন্য চার দিনের প্রতিদিনে অন্তত সাত ঘন্টা কলেজে থাকতে হয় । কিন্তু ঐ চার দিনের মধ্যে দুদিন তিনি অধ্যক্ষের অনুমতি নিয়ে কলেজের বাইরে তিন ঘন্টা কাটাতে পারেন । তাহলে সাধারণ সপ্তাহে অন্তত কত ঘন্টা তাঁকে কলেজে কাটাতে হয় ?

(a) 22 ঘন্টা
(b) 26 ঘন্টা
(c) 28 ঘন্টা
(d) 32 ঘন্টা

Correct Answer
(d) 32 ঘন্টা
41. 'হিন্দু মেলার' আয়োজন করেন

(a) নব গোপাল মিত্র
(b) স্বামী বিবেকানন্দ
(c) স্বামী দয়ানন্দ সরস্বতী
(d) কেশব চন্দ্র সেন

Correct Answer
(a) নব গোপাল মিত্র
42. "We shall make the settled fact unsettled." ---- কে বলেছিলেন ?

(a) লর্ড কার্জন
(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(c) মহাত্মা গান্ধী
(d) বাল গঙ্গাধর তিলক

Correct Answer
(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
43. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন ?

(a) দাদাভাই নৌরোজি
(b) বদরুদ্দিন তায়েবজি
(c) উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়
(d) ফিরোজ শাহ মেহতা

Correct Answer
(a) দাদাভাই নৌরোজি
44. বঙ্গভঙ্গ কবে রদ হয় ?

(a) 1905
(b) 1906
(c) 1911
(d) 1909

Correct Answer
(c) 1911
45. গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয় ?

(a) সানফ্রান্সিসকো
(b) লাহোর
(c) অমৃতসর
(d) ওয়াশিংটন

Correct Answer
(a) সানফ্রান্সিসকো
46. 'লাইফ ডিভাইন' কে রচনা করেন ?

(a) শ্রীঅরবিন্দ ঘোষ
(b) ভাগিনী নবেদিতা
(c) স্বামী বিবেকানন্দ
(d) কেশব চন্দ্র সেব

Correct Answer
(a) শ্রীঅরবিন্দ ঘোষ
47. এক টুকরো খড়ি ও ব্ল্যাক বোর্ড যেভাবে সম্পর্কিত তেমন ভাবে সম্পর্কিত একটা কলম ও

(a) বই
(b) গ্রন্থাগার
(c) শ্রেণীকক্ষ
(d) এক টুকরো কাগজ

Correct Answer
(d) এক টুকরো কাগজ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2006p2]