WBCS 2007 Previous Year Question Paper - Page 11

179. ‘জয় হিন্দ’ স্লোগান কে দিয়েছিলেন ?

(A) এম.কে.গান্ধী
(B) জ়ে.এল.নেহেরু
(C) এস.সি.বোস
(D) বি.জি.তিলক

Correct Answer
(C) এস.সি.বোস
180. একটি মালবাহী ট্রাক এবং একটী খালি ট্রাক কমবেগে চলছে। ট্রাক দুটির গটন হুবহু কে হলে,মালবাহী ট্রাকটিকে তামাতে বেশী বল প্রয়োগ করে ।এথেকে কোন্‌ সূত্রটি প্রমাণিত হয় ?

(A) নিউটনের প্রথম গতিসূত্র
(B) নিউটনের দ্বিতীয় গতিসূত্র
(C) নিউটনের তৃতীয় গতিসূত্র
(D) মহাকর্ষীয় সূত্র

Correct Answer
(B) নিউটনের দ্বিতীয় গতিসূত্র
181. সুলতালি যুগে “প্রকৃত রাজা” কে ছিলেন ?

(A) কুতুবুদ্দিন
(B) ইলতুৎমিস্‌
(C) বলবন
(D) আলাউদ্দিন

Correct Answer
(B) ইলতুৎমিস্‌
182. বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা

(A) 18
(B) 19
(C) 17
(D) 16

Correct Answer
(B) 19
183. ইলিয়ট কাকে ‘সুলতানি আমলের আকবর’ বলেছিলেন ?

(A) ইলতুৎমিস
(B) বলবন
(C) আলাউদ্দিন খিলজি
(D) ফিরোজ তুঘলক

Correct Answer
(D) ফিরোজ তুঘলক
184. কোনো বস্তুকে ভু-পৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে, তার ওজন

(A) বাড়বে
(B) একই থাকবে
(C) কমবে
(D) হ্রাস-বৃদ্ধি হবে

Correct Answer
(C) কমবে
185. গণপরিষদের সদস্যরা ছিলেন

(A) প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত
(B) প্রত্যক্ষ জনগণ কর্তৃক নির্বাচিত
(C) সরকার কর্তৃক মনোনীত
(D) একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি

Correct Answer
(A) প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত
186. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টি শ্রমিক রাজ্যবীমা আইন, 1948-এর অন্তর্ভুক্ত ?

(A) বেকারত্ব বীমা
(B) চিকিৎসার সুবিধা
(C) ন্যূনতম মজুরী
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) চিকিৎসার সুবিধা
187. এ্যাংলো-মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) সৈয়দ আহ্‌মেদ খান
(B) নবাব সলিমুল্লাহ্‌
(C) ফজলুল হক
(D) মহম্মদ আলি জিন্না

Correct Answer
(A) সৈয়দ আহ্‌মেদ খান
188. পারচেজিং পাওয়ার প্যারিটি (পি পি পি) অনু্যায়ী ভারত হল

(A) দশম বৃহত্তম অর্থনীতি
(B) পঞ্চম বৃহত্তম অর্থনীতি
(C) চতুর্থ বৃহত্তম অর্থনীতি
(D) সপ্তম বৃহত্তম অর্থনীতি

Correct Answer
(C) চতুর্থ বৃহত্তম অর্থনীতি
189. যদি x এবং y ঋণাত্মক সংখ্যা হয় তাহলে নীচের বিবৃতিগুলোর মধ্যে কোন্‌টি সর্বদা ঠিক ?

I. (x-y) ঋণাত্মক
II. (-x) ধনাত্মক

III. (-x) (-y) ধনাত্মক
(A) কেবলমাত্র I
(B) কেবলমাত্র II
(C) I এবং III
(D) II এবং III

Correct Answer
(D) II এবং III
190. পশ্চিমবঙ্গ সরকার ------ সালে থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলির জন্য গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন।

(A) 1977
(B) 1978
(C) 1979
(D) 1980

Correct Answer
(D) 1980
191. ------- জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সবচেয়ে বেশী ।

(A) ব্রম্ভপুত্র অব্বাহিকা অঞ্চলে
(B) গঙ্গা অব্বাহিকা অঞ্চলে
(C) দক্ষিণ ভারতের পূর্বপ্রবাহী নদীসমুহে
(D) দক্ষিণ ভারতের পশ্চিমপ্রবাহী নদীসমুহে

Correct Answer
(D) দক্ষিণ ভারতের পশ্চিমপ্রবাহী নদীসমুহে
192. যদি 6×6 = 33, 7×2 = 36, 4×8 = 24 হয়, তাহলে 8×4 = ?

(A) 24
(B) 48
(C) 84
(D) 42

Correct Answer
(D) 42
193. ভারতে উদ্ভিদ অঞ্চলের সংখ্যা হল

(A) 4
(B) 6
(C) 8
(D) 7

Correct Answer
(C) 8
195. কোন্‌ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস দল প্রথম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় ?

(A) 1967
(B) 1977
(C) 1980
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) 1977
196. ----- এর মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত।

(A) আন্দামান ও নিকোবর
(B) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
(C) আমিনদিভি ও লাক্ষাদ্বীপপুঞ্জ
(D) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর

Correct Answer
(B) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
197. নীচের মধ্যে কোন্‌টি বোঝায় ‘R, M-এর ছেলে’ ?

(A) M ÷ R × S
(B) M × R ÷ S
(C) M × R × S
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) M × R ÷ S
198. 197 নং প্রশ্নটির উত্তর দিতে কোন্‌ তথ্যটিকে ত্যাগ করা যেতে পারে ?

(A) কেবলমাত্র I
(B) কেবলমাত্র II
(C) I অথবা II
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(C) I অথবা II
199. ভারতীয় সংবিধানের কোন্‌ ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে ?

(A) 248 ধারা
(B) 249 ধারা
(C) 250 ধারা
(D) 251 ধারা

Correct Answer
(A) 248 ধারা
200. গান্ধীজীর কাছে অহিংসা ছিল

(A) কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়
(B) একমাত্র উদ্দেশ্য
(C) বিরোধীকে ঘাবড়ে দেওয়ার পন্থা
(D) নিষ্ক্রিয় প্রতিরোধ

Correct Answer
(D) নিষ্ক্রিয় প্রতিরোধ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2007p11]