WBCS 2007 Previous Year Question Paper - Page 02

26. অগ্নি-3 হ’ল

(A) ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল
(B) ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল
(C) সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল
(D) শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল

Correct Answer
(B) ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল
27. কোন্‌ ফাইটোহরমোন সেনেসেন্সের জন্য দায়ী ?

(A) সাইটোকাইনিন
(B) অক্সিন
(C) জিবেরেলিন
(D) ইথিলিন

Correct Answer
(B) অক্সিন
28. “আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি” - কে বলেছিলেন?

(A) ফজলুল হক
(B) লর্ড কার্জন
(C) স্ট্যাফোর্ড ক্রিপস
(D) লর্ড মাউন্টব্যাটেন

Correct Answer
(B) লর্ড কার্জন
29. ব্রম্ভসভার প্রথম সচিব কে ছিলেন ?

(A) চন্দ্রশেখর দেব
(B) তারাচাঁদ চক্রবর্তী
(C) প্রসন্নকুমার ঠাকুর
(D) দ্বারকানাথ ঠাকুর

Correct Answer
(D) দ্বারকানাথ ঠাকুর
30. ভারতীয় সংবিধানের --------- নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়।

(A) 275
(B) 280
(C) 282
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) 280
31. ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হ’ল

(A) কুপ
(B) খাল
(C) পুকুর / ডোবা
(D) সমুদ্র

Correct Answer
(A) কুপ
32. নিউট্রনের আবিষ্কর্তা হলেন

(A) জ়ে.স্যাড্‌উইক
(B) জ. জ. থম্‌সন
(C) রাদারফোর্ড
(D) নীলস বোর

Correct Answer
(A) জ়ে.স্যাড্‌উইক
33. 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন্‌ মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন ?

(A) সরোজিনী নাইডু
(B) পদ্মজা নাইডু
(C) এনি বেসান্ত
(D) প্রীতিলতা ওয়াদ্দেদার

Correct Answer
(A) সরোজিনী নাইডু
34. পালঘাট ফাঁকের মধ্য দিয়ে ---- বন্দর থেকে মাদ্রাজ পর্যন্ত আভ্যন্তরীণ বাণিজ্য চলে।

(A) গোয়া
(B) ম্যাঙ্গালোর
(C) মুম্বাই
(D) কোচিন

Correct Answer
(D) কোচিন
35. মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত ডোমেস্‌টিক ভায়োলেন্স অ্যাক, 2005 সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে প্রযোজ্য, কেবলমাত্র

(A) অরুণাচল প্রদেশ ব্যতীত
(B) জম্মু ও কাশ্মীর ব্যতীত
(C) লাক্ষাদ্বীপ ব্যতীত
(D) গুজরাট ব্যতীত

Correct Answer
(B) জম্মু ও কাশ্মীর ব্যতীত
36. ‘দি আরগুমেনটেটিভ ইণ্ডিয়ান’ পুস্তকটির লেখক হলেন

(A) মূলক রাজ আনন্দ
(B) ডান ব্রাউন
(C) বিমল জানাল
(D) অমর্ত্য সেন

Correct Answer
(D) অমর্ত্য সেন
37. কোন্‌ সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন ?

(A) 1976
(B) 1978
(C) 1980
(D) 1982

Correct Answer
(A) 1976
38. ছেলেদের একটি সারিতে A, B-এর বামদিকে বসে আছে এবং বামদিক থেকে পনেরো তম স্থানে আছে অথচ B-এর অবস্থান ডানদিক থেকে চতুর্থ । A এবং B-এর মধ্যে আছে তিনটি ছেলে । যদি C, A-এর ঠিক পরেই বামদিকে থাকে, ডানদিকে থেকে C-র অবস্থান কত হবে ?

(A) 9-ম
(B) 10-ম
(C) 11-তম
(D) 12-তম

Correct Answer
(D) 12-তম
39. “অন্ধ্র-কবিতা-পিতামহ” উপাধি কাকে দেওয়া হয়েছিল?

(A) সায়ন
(B) মাধব
(C) নাথ বিদ্যালঙ্কার
(D) পেড্ডন

Correct Answer
(D) পেড্ডন
40. পশ্চিম বঙ্গের বর্তমানে পৌর নগরের সংখ্যা

(A) 119
(B) 104
(C) 256
(D) 191

Correct Answer
(C) 256
41. নিম্নোক্ত কোন্‌টি মানুষের বংশগত রোগ নয় ?

(A) হিমোফিলিয়া
(B) বর্ণান্ধতা
(C) আল্‌ঝাইমার ব্যাধি
(D) ডাউন সিন্‌ড্রোম

Correct Answer
(D) ডাউন সিন্‌ড্রোম
42. নিম্নলিখিত গুলির মধ্যে কোন্‌টির সাথে AGMARK সম্পর্কিত ?

(A) কৃষিদ্রব্য
(B) রত্ন ও অলঙ্কার
(C) মূলধনী দ্রব্য
(D) উপরের কোন্‌টিই নয়

Correct Answer
(A) কৃষিদ্রব্য
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2007p2]