WBCS 2007 Previous Year Question Paper - Page 03

43. মিস ইউনিভার্স 2006 হলেন

(A) জুলেইকা রিভেরা
(B) নাটালিএ প্লেভোবা
(C) কেটি ব্লেয়ার
(D) তারা কোনার

Correct Answer
(A) জুলেইকা রিভেরা
44. রাজা ঋকের থেকে 7 বছরের ছোট এবং রাতুলের থেকে 6 বছরের বড় । রাজার বয়সের 2/3 অংশ, ঋকের বয়সের 3/5 অংশ এবং রাতুলের বয়সের 3/5 অংশের সমষ্টি 36 বছর । রাজার বয়স কত ?

(A) 14 বছর
(B) 18 বছর
(C) 22 বছর
(D) 24 বছর

Correct Answer
(B) 18 বছর
45. হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?

(A) বাবর
(B) আকবর
(C) জাহঙ্গীর
(D) শাহজাহান

Correct Answer
(B) আকবর
46. সারা ভারত হরিজন সঙ্ঘ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) বি.আর.আম্বেদকর
(B) গান্ধীজী
(C) জয়প্রকাশ নারায়ণ
(D) রাজনারায়ণ

Correct Answer
(B) গান্ধীজী
47. আয়তনের হিসাবে নীচের কোন্‌ বিষয়টি সম্পর্কে দেওয়া তথ্য সঠিক নয় ?

(A) প্রান্তিক কৃষিজমি হ্রাস পেয়েছে
(B) বৃহৎ কৃষিজমি হ্রাস পেয়েছে
(C) ক্ষুদ্র কৃষিজমি বৃদ্ধি পেয়েছে
(D) মধ্যম কৃষিজমি হ্রাস পেয়েছে

Correct Answer
(C) ক্ষুদ্র কৃষিজমি বৃদ্ধি পেয়েছে
48. ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?

(A) মহারাষ্ট্র
(B) বাংলা
(C) পাঞ্জাব
(D) রাজস্থান

Correct Answer
(A) মহারাষ্ট্র
49. কোন্‌ সালে ভারতের উচ্চতম ন্যায়ালয় ‘পাট মোড়ক দ্রব্য আইন ’ 1987-এর বিপক্ষে সিমেন্ট, চা ও চিনি শিল্পের আনা আবেদন খারিজ করে দেন ?

(A) 1980
(B) 1990
(C) 1994
(D) 1996

Correct Answer
(C) 1994
50. হাতের সাহায্যে বস্তু তোলার সময় , হাত কি ভাবে কাজ করে ?

(A) প্রথম শ্রেণীর লিভার
(B) দ্বিতীয় শ্রেণীর লিভার
(C) তৃতীয় শ্রেণীর লিভার
(D) সরল যন্ত্র

Correct Answer
(C) তৃতীয় শ্রেণীর লিভার
51 নং থেকে 54নং প্রশ্নের জন্য নির্দেশ:

প্রতিটি প্রশ্নের পরে I ও II চিহ্নিত দুটি বিবৃতি দেওয়া আছে, চিহ্নিত করুণঃ

(a) কে, যদি উত্তর পেতে I-র প্রয়োজন হয়।
(b) কে,যদি উত্তর পেতে II-র প্রয়োজন হয়।
(c) কে,যদি উত্তর পেতে I ও II-র একত্রে প্রয়োজন হয়।
(d) কে,যদি I ও II-র একত্রে যথেষ্ট নয়, -অতিরিক্ত তথ্যের দরকার

Correct Answer
???
51. xy < 0 ?

I. x > 2
II. y > -1

Correct Answer
???
52. n কি একটি পূর্ণসংখ্যার বর্গ ?

I. n = 4m2, যেখানে m একটি পূর্ণসংখ্যা
II. n2 = p2 + q2, যেখানে p এবং q হল পূর্নসংখ্যা

Correct Answer
???
53. ABC কোম্পানী কি 2004 সালে লাভ করেছিল ?

I. ABC কোম্পানী 2003 সালে লাভ করেছিল
II. ABC কোম্পানী 2005 সালে লাভ করেছিল

Correct Answer
???
54. একটি সংখ্যা 9 কি দ্বারা বিভাজ্য ?

I. সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য
II. সংখ্যাটি 27 দ্বারা বিভাজ্য।

Correct Answer
???
55. ভারতীয় সংবিধানের কোন্‌ ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে ?

(A) 154(1) ধারা
(B) 155 ধারা
(C) 14 ধারা
(D) 356 ধারা

Correct Answer
(A) 154(1) ধারা
56. হোয়াইট ভিট্রিয়ল হল-

(A) FeSO4. 7H2O
(B) ZnSO4. 7H2O
(C) MgSO4.7H2O
(D) CuSO4. 7H2O

Correct Answer
(B) ZnSO4. 7H2O
57. কোন সালে দাস-শ্রম (বিলোপ) আইন পাশ হয় ?

(A) 1974
(B) 1976
(C) 1977
(D) 1978

Correct Answer
(B) 1976
58. ----- রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ ।

(A) পাঞ্জাব
(B) অন্ধ্রপ্রদেশ
(C) অসম
(D) গুজরাট

Correct Answer
(A) পাঞ্জাব
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2007p3]