WBCS 2007 Previous Year Question Paper - Page 04

59. 1878 সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?

(A) লর্ড রিপন
(B) লর্ড লিটন
(C) লর্ড কার্জন
(D) লর্ড মিন্টো

Correct Answer
(A) লর্ড রিপন
60. ইকোলজিকাল নিক্‌ বলতে কি বোঝায় ?

(A) একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ
(B) একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ
(C) উপরের (A) এবং (B) উভয়ই
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(C) উপরের (A) এবং (B) উভয়ই
61. ‘মারাঠা রাজনীতির চাণক্য’ কাকে বলা হয় ?

(A) দ্বিতীয় বাজীরাও
(B) বালাজি বিশ্বনাথ
(C) নানা ফাড়নবিশ
(D) মহাদজি সিন্ধিয়া

Correct Answer
(C) নানা ফাড়নবিশ
62. বর্তমানে ন্যাশনাল কমিশন অন পপুলেশন

(A) পরিকল্পনা কমিশনের অধীনে
(B) মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে
(C) ক্যাবিনেট সচিবালয়ের
(D) স্বাস্থ্য মন্ত্রকের অধীনে

Correct Answer
(A) পরিকল্পনা কমিশনের অধীনে
63. ডঃ ভি. শান্তা 2005 সালে রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন

(A) সামাজিক উন্নয়নে নেতৃত্বের জন্য
(B) সরকারী উদ্যোগ ও সহায়তার জন্য
(C) জনসেবার জন্য
(D) উদীয়মান নেত্রী হিসাবে

Correct Answer
(C) জনসেবার জন্য
64. ভারতের সবুজ বিপ্লবের ফলে

(A) আন্তঃ-অঞ্চল অসাম্য বেড়েছে
(B) আন্তঃ-শস্য অসাম্য বেড়েছে
(C) আন্তঃ-শ্রেণী অসাম্য বেড়েছে
(D) উপরের সবকটিই বেড়েছে

Correct Answer
(D) উপরের সবকটিই বেড়েছে
65. ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কত ছিল ?

(A) 300
(B) 304
(C) 308
(D) 310

Correct Answer
(A) 300
66. কোন্‌ চোল রাজা বাংলা জয় করেছিলেন ?

(A) রাজ রাজ
(B) প্রথম রাজেন্দ্র চোল
(C) দ্বিতীয় রাজেন্দ্র চোল
(D) রাজাধিরাজ

Correct Answer
(B) প্রথম রাজেন্দ্র চোল
67. ------ পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নয় ।

(A) নারোরা
(B) কাকরাপাড়া
(C) চামেরা
(D) কোটা

Correct Answer
(C) চামেরা
68. কিরণ দেশাই ম্যান বুকার পুরস্কার পেয়েছেন

(A) দি টিন ড্রাম-এর জন্য
(B) হুল্লাবালু ইন দি গুয়াভা অর্চার্ড-এর জন্য
(C) দি ইনহেরিটেন্স অফ লস-এর জন্য
(D) ওয়ান হানড্রেড ইয়ারস্‌ অফ সলিচিউড-এর জন্য

Correct Answer
(C) দি ইনহেরিটেন্স অফ লস-এর জন্য
69. আয়রন দ্রবীভূত হয় না

(A) গরম লঘু NHO4-তে
(B) ঠাণ্ডা লঘু HNO3-তে
(C) ধূমায়িত HNO3-তে
(D) উপরের কোনটিতেই নয়

Correct Answer
(D) উপরের কোনটিতেই নয়
70. সম্মিলিত জাতিপুঞ্জে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশল গৃহীত হয়েছে

(A) নিরাপত্তা পরিষদ
(B) সাধারণ সভায়
(C) অর্থনৈতিক ও সামাজিক পরিষদে
(D) আন্তর্জাতিক শ্রম সংগঠনে

Correct Answer
(A) নিরাপত্তা পরিষদ
71. অকালি আন্দোলন কবে শুরু হয় ?

(A) 1901
(B) 1911
(C) 1921
(D) 1931

Correct Answer
(C) 1921
72. সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় ?

(A) 1926
(B) 1936
(C) 1946
(D) 1956

Correct Answer
(B) 1936
73. সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয়। কারণ সব বর্ণের আলোকরশ্মিকে পর্দা

(A) সম্পূর্ণ শোষণ করে
(B) সম্পূর্ণ প্রতিফলিত করে
(C) প্রতিসারিত করে
(D) বিক্ষিপ্ত প্রতিফলিত করে

Correct Answer
(D) বিক্ষিপ্ত প্রতিফলিত করে
74. জাতীয় নলেজ কমিশন 2005-এর সভাপতি হলেন

(A) পি.এম.ভার্গব
(B) আন্দ্রে বেতাই
(C) দীপক নায়ার
(D) স্যাম পিত্রোদা

Correct Answer
(D) স্যাম পিত্রোদা
75. 2006 সন্তোষ ট্রফি ফুটবল প্রতি্যোগিতা জিতেছে

(A) পশ্চিমবঙ্গ
(B) গোয়া
(C) মণিপুর
(D) পাঞ্জাব

Correct Answer
(D) পাঞ্জাব
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2007p4]