WBCS 2007 Previous Year Question Paper - Page 05

76. বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) উইলিয়াম জোন্স
(B) ড্রিঙ্কওয়াটার বেথুন
(C) ডেভিড হেয়ার
(D) লর্ড রিপন

Correct Answer
(A) উইলিয়াম জোন্স
77. মারাঠা পেশোয়াদের মধ্যে কে “হিন্দু-পদ-পাদশাহী”-র আদর্শ অনুসরণ করেছিলেন ?

(A) প্রথম বাজিরাও
(B) বালাজি বিশ্বনাথ
(C) নারায়ণ রাও
(D) মাধব রাও

Correct Answer
(A) প্রথম বাজিরাও
78. শিখ ধর্মের প্রবর্তক কে ?

(A) গোবিন্দ সিং
(B) রামদাস
(C) নানক
(D) হরগোবিন্দ

Correct Answer
(C) নানক
79. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?

(A) এ.ও.হিউম
(B) রাজা রামোহন রায়
(C) ডব্লিউ.সি.ব্যানার্জী
(D) এস.এন.ব্যানার্জী

Correct Answer
(D) এস.এন.ব্যানার্জী
80. কত গুলি 7 আছে যার ঠিক আছে 9 এবং ঠিক পরে 6 আছে ?

(A) 3
(B) 2
(C) 4
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(C) 4
81. কোন্‌ সংখ্যাগুলির পরিসংখ্যা সমান ?

(A) 2, 5, 3
(B) 3 ,7 ,5
(C) 2, 4, 5
(D) 8, 6, 5

Correct Answer
(D) 8, 6, 5
82. কোন্‌ সংখ্যাটি সবচেয়ে বেশী বার এসেছে ?

(A) 2
(B) 3
(C) 7
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(C) 7
83. ভিরিয়ন হল

(A) ভাইরাসের সংক্রামক কণা
(B) ব্যাকটেরিওফাজের সংক্রামক কণা
(C) ভাইরাসের সংক্রামক দশা
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) ভাইরাসের সংক্রামক কণা
84. মুসলীম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন্‌ সালে ?

(A) 1939
(B) 1940
(C) 1941
(D) 1942

Correct Answer
(B) 1940
85. ইউ.পি.এ.হল

(A) ইউনাইটেড পিপলস্‌ এ্যালায়েন্স
(B) ইউনাইটেড প্রোগ্রেসিভ এ্যালায়েন্স
(C) ইউনাইটেড প্রোমোটার্স এ্যালায়েন্স
(D) ইউনাইটেড পেন্টার্স এ্যালায়েন্স

Correct Answer
(B) ইউনাইটেড প্রোগ্রেসিভ এ্যালায়েন্স
86. প্রকৃতিতে গ্রীনহাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোন্‌টি সর্বাধিক সক্রিয় ?

(A) কার্বন ডাই অক্সাইড
(B) হাইড্রোজেন ফ্লুরাইড
(C) কার্বন মনোক্সাইড
(D) সালফার ডাই-অক্সাইড

Correct Answer
(A) কার্বন ডাই অক্সাইড
87. পিডাংকেল একটি

(A) ফুলের বৃন্ত
(B) পাতার বৃন্ত
(C) ফলের বৃন্ত
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) ফুলের বৃন্ত
88. পশ্চিম বাংলার সাক্ষরতার হার সম্পর্কে নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টি সত্য ?

(A) পশ্চিম বাংলার সাক্ষরতার হার জাতীয় গড় হার অপেক্ষা বেশী
(B) পশ্চিম বাংলার সাক্ষরতার হার জাতীয় গড় হার অপেক্ষা কম
(C) পশ্চিম বাংলার সাক্ষরতার হার ভারতের মধ্যে ন্যূনতম
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) পশ্চিম বাংলার সাক্ষরতার হার জাতীয় গড় হার অপেক্ষা বেশী
89. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে সত্য ?

(A) ইহা পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন
(B) পার্লামেন্ট সুপ্রিম কোর্টকে এবং বিধানসভা হাইকোর্টকে নিয়ন্ত্রণ করে
(C) এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(C) এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান
90. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ

(A) ভারত সরকার আইন,1919
(B) ভারত সরকার আইন,1935
(C) ভারতের স্বাধীনতা আইন, 1947
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) ভারত সরকার আইন,1935
91 শকাব্দ কোন্‌ বছর শুরু হয় ?

(A) 78 খ্রিস্টাব্দ
(B) 58 খ্রিস্ট পূর্বাব্দ
(C) 273 খ্রিস্ট পূর্বাব্দ
(D) 420 খ্রিস্টাব্দ

Correct Answer
(A) 78 খ্রিস্টাব্দ
92. ---------- কে ‘সূর্যোদয়’ শিল্পও বলা হয়।

(A) তামা
(B) প্লাস্টিক
(C) অটোমোবাইল
(D) গয়না

Correct Answer
(C) অটোমোবাইল
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2007p5]