WBCS 2007 Previous Year Question Paper - Page 06

93. সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান হল

(A) 0
(B) -1/2
(C) -1
(D) +2

Correct Answer
(B) -1/2
94. পারদের বিশেষ কোন্‌ গুণের জন্য এটিকে ক্লিনিকাল থার্মোমিটারে ব্যবহার করা হয় ?

(A) তাপের সুপরিবাহী
(B) ঘনত্ব বেশী
(C) তড়িৎ সুপরিবাহী
(D) সহজলভ্যতা

Correct Answer
(A) তাপের সুপরিবাহী
95. মানুষে কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোন্‌টির কামড়ে ছড়ায় ?

(A) কিউলেক্স মশা
(B) ফ্লিবোটোমাস স্যাণ্ডফ্লাই
(C) সাইমেক্স ছারপোকা
(D) সার্কোপ্টিস মাইট

Correct Answer
(B) ফ্লিবোটোমাস স্যাণ্ডফ্লাই
96. উইম্বলডন টেনিস প্রতিযোগিতা(মহিলা) 2006 জিতেছেন

(A) শারাপোভা
(B) কুর্নিকোভা
(C) হেনিন হার্ডেন
(D) মরিসমো

Correct Answer
(D) মরিসমো
97. বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন ?

(A) ইলিয়াশ শাহ
(B) মুর্শিদকুলি খান
(C) হুসেন শাহ
(D) আলিবর্দি খান

Correct Answer
(A) ইলিয়াশ শাহ
98. কে প্রথম ফ্যাক্টরি আইন (1881) প্রবর্তন করেন ?

(A) লর্ড কার্জন
(B) লর্ড ওয়েলেসলি
(C) লর্ড কর্নওয়ালিস
(D) লর্ড রিপন

Correct Answer
(D) লর্ড রিপন
99. মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতা (পুরুষ) 2006-এ বিজয়ী হয়েছেন

(A) ফেডেরার
(B) নাডাল
(C) রডিক
(D) চ্যাং

Correct Answer
(A) ফেডেরার
100. লিবারহান কমিশন যুক্ত

(A) পশুখাদ্য কেলেঙ্কারীর অনুসন্ধানে
(B) প্রশাসনিক ট্রাইব্যুনাল-এর বিষয়ে
(C) বাবরি মসজিদ ধ্বংসের বিষয়ে অনুসন্ধানে
(D) সংখ্যালঘু সংরক্ষণের বিষয়ে অনুসন্ধানে

Correct Answer
(C) বাবরি মসজিদ ধ্বংসের বিষয়ে অনুসন্ধানে
101. নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন ?

(A) মধুসূদন দত্ত
(B) হেনরি ভিভিয়ান ডিরোজিও
(C) কৃষ্ণমোহন ব্যানার্জী
(D) রামগোপাল ঘোষ

Correct Answer
(B) হেনরি ভিভিয়ান ডিরোজিও
102. শেরশাহের সেনাপতি কে ছিলেন ?

(A) ব্রম্ভজিৎ গৌড়
(B) দিলির খান
(C) শায়েস্তা খান
(D) জয়সিংহ

Correct Answer
(A) ব্রম্ভজিৎ গৌড়
103. আয়তনের হিসাবে ভারতের ------- জেলা বৃহত্তম ।

(A) রাস্তার
(B) কচ্ছ
(C) লে-লাডার্ক
(D) বর্ধমান

Correct Answer
(C) লে-লাডার্ক
104. 0.1 ÷ 0.01 সমান কত ?

(A) 0.1
(B) 0.01
(C) 10
(D) 100

Correct Answer
(C) 10
105. ভারতে কৃষিজাতের গড় আয়তন

(A) 2 হেক্টরের কম
(B) 2-4 হেক্টর
(C) 3-5 হেক্টর
(D) 4-5 হেক্টর

Correct Answer
(A) 2 হেক্টরের কম
106. ‘ইন দি লাইন অফ ফায়ার’ লিখেছেন ?

(A) কপিল দেব
(B) এ.পি.জে.আব্দুল কালাম
(C) পারভেজ মুশারফ
(D) অমর্ত্য সেন

Correct Answer
(C) পারভেজ মুশারফ
107. যদি x , 2 –এর থেকে ছোট হয়, তাহলে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোন্‌টি সর্বদাই সঠিক ?

I. x ঋণাত্মক
II. X ধনাত্মক
III. 2x, x-এর সমান বা x অপেক্ষা বড়
IV. x2, x-এর সমান বা x অপেক্ষা বড়

(A) কেবলমাত্র III
(B) কেবলমাত্র IV
(C) কেবলমাত্র I, III এবং IV
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(D) উপরের কোনটিই নয়
108. খাদার ------- নয়।

(A) চুনমিশ্রিত
(B) নবীন
(C) প্লাবিত
(D) ঘনবর্ণের

Correct Answer
(A) চুনমিশ্রিত
109. এম.এন.রায়ের নির্বাসনকালীন কম্যুনিস্ট পত্রিকা কোন্‌টি ?

(A) কিষাণ সভা
(B) দি ওয়ার্কার
(C) ভ্যানগার্ড
(D) অনুশীলন

Correct Answer
(C) ভ্যানগার্ড
110. ------- ‘র মধ্যে উর্বর বড়ি দোয়াব অবস্থিত।

(A) বিপাশা ও ইরাবতী নদী
(B) বিপাশা ও শতদ্রু নদী
(C) বিপাশা ও চন্দ্রভাগা নদী
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) বিপাশা ও ইরাবতী নদী
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2007p6]