WBCS 2007 Previous Year Question Paper - Page 07

111. কিসের জন্য গান্ধীজী চম্পারণ আন্দোলন করেছিলেন ?

(A) হরিজনদের অধিকার সুরক্ষা
(B) আইন অমান্য আন্দোলন
(C) হিন্দু সমাজের ঐক্যরক্ষা
(D) নীল চাষীদের সমস্যার সমাধান

Correct Answer
(D) নীল চাষীদের সমস্যার সমাধান
112. অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় ?

(A) ফেব্রুয়ারী 11, 1922
(B) ফেব্রুয়ারী 20, 1922
(C) ফেব্রুয়ারী 19, 1922
(D) ফেব্রুয়ারী 28, 1922

Correct Answer
(A) ফেব্রুয়ারী 11, 1922
113. দুধ হল এক প্রকার দ্রবণ যাকে বলা যায়

(A) ইমাল্‌সন্‌
(B) জেল
(C) ফেনা
(D) সল

Correct Answer
(A) ইমাল্‌সন্‌
114. ওষুধের সাথে সুস্থতার যে সম্বন্ধ আছে সেইরুপ সম্বন্ধ বিশিষ্ট শব্দ দু’টি কি হবে ?

(A) ‘শিক্ষার’ সাথে ‘বই’
(B) ‘পাখির’ সাথে ‘বাসা’
(C) ‘দাঁতের’ সাথে ‘জিহ্বা’
(D) ‘বই’-এর সাথে ‘শিক্ষিত’

Correct Answer
(D) ‘বই’-এর সাথে ‘শিক্ষিত’
115. কোন্‌ হিন্দু সন্ত হিন্দু-মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন ?

(A) চৈতন্য
(B) রামানুজ
(C) রবিদাস
(D) নামদেব

Correct Answer
(A) চৈতন্য
116. কে বলেছিলেন, “স্বরাজ আমার জন্মগত অধিকার” ?

(A) বিপিনচন্দ্র পাল
(B) বালগঙ্গাধর তিলক
(C) লালা লাজপৎ রায়
(D) জি.কে.গোখলে

Correct Answer
(B) বালগঙ্গাধর তিলক
117. 2006-এ সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন

(A) গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজ
(B) ওরহান পামুক
(C) গুণ্টার গ্রাস
(D) হ্যারল্ড পিন্টার

Correct Answer
(B) ওরহান পামুক
118. অক্টোবর 2006-র বৈজ্ঞানিকরা বার্ড ফ্লু-এর নতুন চিহ্ন পেয়েছেন

(A) ভারত
(B) ইংল্যাণ্ডে
(C) সিঙ্গাপুরে
(D) চীনে

Correct Answer
(D) চীনে
119. মানুষের বংশগতি গঠনে পুরুষে বৈশিষ্ট্য হিসাবে থাকে

(A) XY ক্রোমোজোম
(B) XO ক্রোমোজোম
(C) XX ক্রোমোজোম
(D) XXO ক্রোমোজোম

Correct Answer
(A) XY ক্রোমোজোম
120. কোন্‌ সালে তিলক ‘কর দেব না’ অভিযান করেছিলেন ?

(A) 1896
(B) 1898
(C) 1895
(D) 1899

Correct Answer
(A) 1896
121. যদি কোন সংখ্যার শতকরা 40 ভাগের সাথে 24 যোগ করলে উক্ত সংখ্যাটিকেই পাওয়া যায়, তাহলে সংখ্যাটি হল

(A) 24
(B) 40
(C) 16
(D) 64

Correct Answer
(B) 40
122. একটি শহরের কোন এক জায়গায় 350 পরিবার দূরদর্শন দেখে, 300 পরিবার STAR T.V. এবং 200 টি দুটোই দেখে এবং 250 পরিবারের ক্ষেত্রে T.V. সেট নেই। জায়গাটির জনসমষ্টি কত ?

(A) 850
(B) 900
(C) 700
(D) 1100

Correct Answer
(C) 700
123. ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কোন্‌ শাসকরা চালু করেছিলেন ?

(A) শক
(B) মৌর্য
(C) গুপ্ত
(D) কুষাণ

Correct Answer
(D) কুষাণ
124. জাস্টিস মুখার্জী কমিশন যুক্ত

(A) বম্বে হাই-এর অগ্নিকাণ্ড অনুসন্ধানে
(B) গোধরা কাণ্ড অনুসন্ধানে
(C) বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত বিষয় অনুসন্ধানে
(D) সুভাষ চন্দ্র বসুর মৃত্যু সম্পর্কিত বিষয় অনুসন্ধানে

Correct Answer
(D) সুভাষ চন্দ্র বসুর মৃত্যু সম্পর্কিত বিষয় অনুসন্ধানে
125. মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল

(A) দ্বৈতশাসন
(B) প্রাদেশিক স্বায়ওশাসন
(C) আংশিক স্বাধীনতা
(D) পৃথক সাম্প্রদায়িক নির্বাচকমণ্ডলী

Correct Answer
(A) দ্বৈতশাসন
126. “হিন্দুস্থানের তোতাপাখি” কে ?

(A) আমির খসরু
(B) মালিক মহম্মদ জয়সী
(C) রায় ভনমল
(D) পুরন্দর খান

Correct Answer
(A) আমির খসরু
127. কোন্‌ সালে রাষ্ট্রসংঙেঘর উন্নয়নসূচী ‘মানব উন্নয়ন সূচক’ (HDI) -এর ধারণাটি প্রবর্তন করেন ?

(A) 1990
(B) 1991
(C) 1993
(D) 1995

Correct Answer
(A) 1990
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2007p7]