WBCS 2007 Previous Year Question Paper - Page 08

128. ভারতের প্রথম শ্রমজীবী সমিতি কোন্‌টিকে বলা যেতে পারে ?

(A) বোম্বে শ্রমিক সমিতি
(B) বোম্বে মিলহ্যাণ্ড সমিতি
(C) ভারতীয় শ্রমজীবী ইউনিয়ন
(D) কলকাতা ছাপাখানা সমিতি

Correct Answer
(D) কলকাতা ছাপাখানা সমিতি
129. কৃষি ও গ্রামোন্নয়নের জাতীয় ব্যাঙ্ক (NABARD) –সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

(A) 1981
(B) 1982
(C) 1983
(D) 1984

Correct Answer
(B) 1982
130. যদি TRAIN-কে OJBSU সঙ্কেত দ্বারা প্রকাশ করা হয় তাহলে BUS-এর সঙ্কেত কি হবে ?

(A) CVT
(B) TVC
(C) CTV
(D) TCV

Correct Answer
(B) TVC
131. বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা

(A) 341
(B) 344
(C) 333
(D) 334

Correct Answer
(B) 344
132. নিম্নোক্ত কোন্‌টি বহুরূপের প্রজাতি ?

(A) গিরগিটি
(B) মাকড়সা
(C) গরিলা
(D) পিপীলিকা

Correct Answer
(A) গিরগিটি
133. অজানা সংখ্যাটিকে নির্ণয় করুন 4, 8, 9, 27, 16, 64, 25, ?

(A) 81
(B) 125
(C) 100
(D) 36

Correct Answer
(B) 125
134. ভলবো মাসটার্স অফ ইউরোপ 2006 গল্‌ফ প্রতিযোগিতা জিতেছেন

(A) জ্যোতি রনধাওয়া
(B) জিব মিলখা সিং
(C) হ্যারিংটন
(D) টাইগার উডস্‌

Correct Answer
(B) জিব মিলখা সিং
135. ব্লকস্তরের পঞ্চায়েতীরাজ প্রতিষ্ঠানটিকে ----- বলা হয়।

(A) গ্রাম পঞ্চায়েত
(B) পঞ্চায়েত সমিতি
(C) জিলা পরিষদ
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) পঞ্চায়েত সমিতি
136. মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন “জিন্দাপীর” ?

(A) আওরঙ্গজেব
(B) আকবর
(C) বাবর
(D) হুমায়ুন

Correct Answer
(A) আওরঙ্গজেব
137. ভারতে উৎপন্ন ফসলের ----- শতাংশ খাদ্যশস্য।

(A) 76
(B) 65
(C) 80
(D) 85

Correct Answer
(B) 65
138. প্রকৃতিতে সব খাদ্য শঙ্খলের গোড়ায় উৎপাদক (producer) ধরনের এবং অন্তিমে বিয়োজক/বিয়োজক (decomposer) জাতীয় জীব থাকে। একটি পুষ্করিণীর মতো ইকোসিস্টেমে নিম্নোক্তদের কোন্‌টি উৎপাদকের স্থলাভিষিক্ত ?

(A) ভাসমান উদ্ভিদ-শৈবাল/ফাইটোপ্লাঙ্কটন
(B) ভাসমান প্লাঙ্কটন প্রাণিবৃন্দ/জুপ্লাঙ্কটন
(C) নিরামিষভোজী প্রাণিবৃন্দ/হার্বিভোর
(D) আমিষভোজী প্রাণিবৃন্দ/কার্নিভোর

Correct Answer
(A) ভাসমান উদ্ভিদ-শৈবাল/ফাইটোপ্লাঙ্কটন
139. সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস

(A) টোবাকো মোজাইক ভাইরাস
(B) কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস
(C) অ্যাডেনোভাইরাস
(D) উপরের কোন্‌টিই নয়

Correct Answer
(B) কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস
140. নিম্নবর্ণিত সময়কালগুলির মধ্যে কোন্‌ সময়ে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করেন ?

(A) নভেম্বর, 1946- নভেম্বের, 1949
(B) নভেম্বর, 1947- নভেম্বের, 1949
(C) ডিসেম্বর 1946- নভেম্বের, 1949
(D) ডিসেম্বর 1947- নভেম্বের, 1949

Correct Answer
(C) ডিসেম্বর 1946- নভেম্বের, 1949
141. “আকবরনামা” কে লিখেছিলেন ?

(A) আবুল ফজল
(B) ফৈজি
(C) শেখ মুবারক
(D) তানসেন

Correct Answer
(A) আবুল ফজল
142. “কাশ্মীরের আকবর” কাকে বলা হয় ?

(A) জয়নাল আবেদিন
(B) হুসেন শাহ
(C) বলবন
(D) সুজাউদ্দৌলা

Correct Answer
(A) জয়নাল আবেদিন
143. নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোন্‌টি শুধু বিজারক হিসাবে কাজ করে ?

(A) H2O2
(B) MnO2
(C) K2Cr2O7
(D) H2S

Correct Answer
(D) H2S
144. ভারতের রাষ্ট্র-পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে --- মিল রয়েছে।

(A) U.K.-র সংবিধানের
(B) U.S.A. –এর সংবিধানের
(C) Ireland-এর সংবিধানের
(D) উপরের কোন্‌টিই নয়

Correct Answer
(C) Ireland-এর সংবিধানের
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2007p8]